মেসির গোলেও জিততে পারেনি ইন্টার মায়ামি

মেজর লিগ সকারের প্রথম রাউন্ডের প্লে-অফে ৩-১ গোলে জয়ের পর ইন্টার মায়ামি নেমেছিল ন্যাশভিল এসসির বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে। কিন্তু ২-১ গোলে তারা হেরে গেছে। তাই আগামী শনিবার (১ নভেম্বর) তৃতীয় প্লে-অফ ম্যাচে তাদের ভাগ্য নির্ধারিত হবে।
রোববার (২ নভেম্বর) ম্যাচের শুরুতে ন্যাশভিল এগিয়ে যায় নবম মিনিটেই। মায়ামির গোলকিপার রোকো রিওস নোভো বক্সের ভেতর ফাউল করেন স্যাম সারিজকে, যিনি নিয়মিত মৌসুমে ২৪ গোল করা ফরোয়ার্ড পেনাল্টি কাজে লাগাতে ব্যর্থ হননি।
প্রথমার্ধের শেষ দিকে জশ বাউয়ার কর্নার থেকে জটলার মধ্যে পা বাড়িয়ে গোল করেন। মায়ামির প্রথম বড় সুযোগ আসে ৬৬তম মিনিটে, যখন লুইস সুয়ারেসের শট ন্যাশভিলের গোলকিপার উইলিস থামান। ফিরে পাওয়া বল নিয়ন্ত্রণ করে ইয়ান ফ্রেকে পাস দেন তাদেও আইয়েন্দে, তবে তার শট রক্ষণ দেয়ালে আটকে যায়।
৮৬তম মিনিটে মেসি প্রথম লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন। তবে ৯০তম মিনিটে রদ্রিদো দে পলের কাছ থেকে বক্সের কোণায় বল নিয়ে ফাঁকা জায়গায় দুর্দান্ত শট করেন এবং গোল করেন। এই গোলের পরও মায়ামি সমতা ফেরাতে পারেনি।
গত মৌসুমে নিয়মিত মৌসুমে রেকর্ড পয়েন্টের পরও প্লে-অফের প্রথম রাউন্ডে আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে বিদায় নিয়েছিল মায়ামি। ন্যাশভিল ২০২১ সালের পর প্রথমবার প্লে-অফের প্রথম রাউন্ড অতিক্রম করতে পারলো।
ভিওডি বাংলা/জা







