• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাবনায় প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন

পাবনা প্রতিনিধি    ২ নভেম্বর ২০২৫, ০৩:৩৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পাবনায় প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগী গ্রাহকরা।

রোববার (০২ নভেম্বর) দুপুরে পাবনা প্রেসক্লাবে সামনে আব্দুল হামিদ সড়কে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান গ্রাহকরা। পরে জেলা প্রসাশকের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। 

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পাবনা মানবাধিকার ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি তৌফিক হাবিব, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সিনিয়র সহ-সভাপতি মুস্তাকিম সবুজসহ অনেকে।

বক্তারা বলেন, জেলার সকল প্রিপেইড মিটার সংযোগ কার্যক্রম অনতিবিলম্বে বন্ধ করতে হবে। পূর্বের পোস্টপেইড মিটার ব্যবস্থা ফিরে যাওয়ার সুযোগ দিতে হবে। গ্রাহকদের অভিযোগ গ্রহণ ও সমাধানের জন্য যায় জরুরী মনিটরিং সেল গঠন করাসহ বিদ্যুৎ বিল ও মিটার সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে জনগণের মতামত নেওয়ার প্রক্রিয়া চালু করতে হবে। এই সকল দাবি সমূহ মানা না হলে কঠোর হুঁশিয়ার দেন তারা।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীর ‘লাইফলাইন’ বারনই নদী এখন নর্দমা
রাজশাহীর ‘লাইফলাইন’ বারনই নদী এখন নর্দমা
শরীয়তপুরে অর্ধশতাধিক হাতবোমা ফাটিয়ে দুই পক্ষের সংঘর্ষ
শরীয়তপুরে অর্ধশতাধিক হাতবোমা ফাটিয়ে দুই পক্ষের সংঘর্ষ
মাদারীপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
মাদারীপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ