• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিশ্বকাপের ফাইনাল আজ:

ভারত-দক্ষিণ আফ্রিকার মহারণ দেখবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক    ২ নভেম্বর ২০২৫, ০৩:৩৯ পি.এম.
নারী বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ছবি: সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে লরা উলভার্টের দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, হট ফেভারিট অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ভারত।

রোববার (২ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে এই রোমাঞ্চকর ফাইনাল ম্যাচটি।

এবারের আসরে দুই দলই প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের সুযোগ পাচ্ছে। ভারতের সবচেয়ে বড় শক্তি তাদের ব্যাটিং লাইনআপ। এর আগে ২০০৫ ও ২০১৭ সালে ফাইনাল খেললেও শিরোপা জেতা হয়নি ভারতের। দীর্ঘ আট বছর পর আবারও ফাইনালে উঠে তারা এবার ট্রফি জয়ের স্বপ্ন দেখছে।

ভারত অধিনায়ক বলেন, “আমরা জানি ফাইনালে হারার কষ্ট কেমন। এবার চাই জয়ের স্বাদ নিতে। দল হিসেবে আমরা অনেক পরিশ্রম করেছি এবং নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। গোটা দেশ আমাদের নিয়ে গর্বিত-সেই মান আমরা রাখতে চাই।”

এছাড়া অনলাইনে টফি লাইভ অ্যাপে সাবস্ক্রিপশন নিয়ে মোবাইল বা স্মার্ট টিভিতেও দেখা যাবে ফাইনাল ম্যাচটি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোচ সালাউদ্দিন-সিমন্সকে আড়াল করলেন লিটন দাস
কোচ সালাউদ্দিন-সিমন্সকে আড়াল করলেন লিটন দাস
বেটিং কেলেঙ্কারিতে তুরস্কে ১৪৯ রেফারি বরখাস্ত
বেটিং কেলেঙ্কারিতে তুরস্কে ১৪৯ রেফারি বরখাস্ত
জাকেরের ফর্ম নিয়ে লিটনের ভরসা
জাকেরের ফর্ম নিয়ে লিটনের ভরসা