রাশিয়ার রাতভর হামলা:
ইউক্রেনে বিদ্যুৎবিহীন ৬০ হাজার মানুষ

রাশিয়ার রাতভর হামলায় ইউক্রেনে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন প্রায় ৬০ হাজার মানুষ। শনিবার (১ নভেম্বর) রাতে ইউক্রেনের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ ঝাপোরিজ্জিয়ার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রুশ বাহিনী।
স্থানীয় গভর্নর ইভান ফেদেরভ জানিয়েছেন, এই হামলায় ঝাপোরিজ্জিয়ায় ২ জন আহত এবং সংলগ্ন বন্দরশহর ওডেসায় ২ জন নিহত হয়েছেন। রোববার (২ নভেম্বর) টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “রুশ বাহিনীর রাতভর হামলায় ঝাপোরিজ্জিয়ার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার মারাত্মক ক্ষতি হয়েছে। বর্তমানে প্রায় ৬০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন। আমাদের প্রকৌশলীরা বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারে কাজ করছেন।”
তিনি আরও জানান, শনিবার ঝাপোরিজ্জিয়ার অন্তত ১৮টি স্থানে হামলা চালিয়েছে রুশ সেনারা।
উল্লেখ্য, কৃষ্ণ সাগরের ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং ন্যাটোতে যোগদানের আবেদনকে কেন্দ্র করে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে শুরু হওয়া এ অভিযানের আট মাসের মধ্যেই রুশ বাহিনী ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজ্জিয়া ও খেরসন-এই চার প্রদেশ দখল করে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে।
এই অঞ্চলগুলো পুনরুদ্ধারে এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। বিশেষ করে ঝাপোরিজ্জিয়া প্রদেশে প্রায় প্রতিদিনই রুশ সেনাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চলছে।
সূত্র: রয়টার্স
ভিওডি বাংলা/জা







