• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কোহলিকে ছাড়িয়ে ইতিহাসে বাবর

স্পোর্টস ডেস্ক    ২ নভেম্বর ২০২৫, ০৩:৫১ পি.এম.
পাকিস্তানি তারকা ব্যাটারবাবর আজম। সংগৃহীত ছবি

লাহোরে শনিবার তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ ২–১ ব্যবধানে জিতেছে পাকিস্তান। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নেয় বাবর আজমের দল। আর এই জয়ের দিনে ব্যক্তিগত একাধিক রেকর্ড গড়ে ইতিহাসও লিখেছেন সাবেক অধিনায়ক বাবর আজম।

শুক্রবার ৯ উইকেটের বড় জয়ে রোহিত শর্মাকে পেছনে ফেলে টি–টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক (৪২৩৪) হন বাবর। আর একদিন পর শনিবার বিরাট কোহলিকেও ছাড়িয়ে গেছেন তিনি—টি–টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি অর্ধশতকের মালিক এখন পাকিস্তানের এই তারকা ব্যাটার।

শেষ ম্যাচে বাবর আজম খেলেন ৪৮ বলে ৬৮ রানের ইনিংস, যেখানে ছিল ৯টি চার। এটি তার ক্যারিয়ারের ৪০তম অর্ধশতক। তার এই ইনিংসই ১৪০ রানের লক্ষ্য তাড়ায় পাকিস্তানের ভিত্তি গড়ে দেয়। যদিও মাঝপথে দ্রুত কয়েকটি উইকেট হারায় দলটি, তবে শেষ দিকে অধিনায়ক সালমান আলী আগার ২৬ বলে ৩৩ রানে ভর করে জয়ের বন্দরে পৌঁছে দেন স্বাগতিকদের। ১৯তম ওভারেই জয় নিশ্চিত হয় পাকিস্তানের।

এর আগে টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত কাজে লাগান শাহীন শাহ আফ্রিদি। নতুন বলে গতি ও সুইংয়ে দক্ষিণ আফ্রিকার টপ অর্ডারে ধস নামান তিনি। মাত্র ২৬ রানে ৩ উইকেট নেন শাহীন। তাকে দারুণ সঙ্গ দেন উসমান তারিক ও ফাহিম আশরাফ, দুজনই নেন দুটি করে উইকেট। ফলে করবিন বশের অপরাজিত ৩০ রানের পরও নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৯ রানে থেমে যায় প্রোটিয়ারা।

টি–টোয়েন্টিতে সর্বাধিক ফিফটি

১️. বাবর আজম (পাকিস্তান) – ৪০
২️. বিরাট কোহলি (ভারত) – ৩৯
৩️. রোহিত শর্মা (ভারত) – ৩৭
৪️.মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান) – ৩১
৫️. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) – ২৯
৬️. জস বাটলার (ইংল্যান্ড) – ২৯

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোচ সালাউদ্দিন-সিমন্সকে আড়াল করলেন লিটন দাস
কোচ সালাউদ্দিন-সিমন্সকে আড়াল করলেন লিটন দাস
বেটিং কেলেঙ্কারিতে তুরস্কে ১৪৯ রেফারি বরখাস্ত
বেটিং কেলেঙ্কারিতে তুরস্কে ১৪৯ রেফারি বরখাস্ত
জাকেরের ফর্ম নিয়ে লিটনের ভরসা
জাকেরের ফর্ম নিয়ে লিটনের ভরসা