এমবাপ্পের জোড়া গোল
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

একদিন আগেই প্রথমবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছিলেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। লা লিগার গত মৌসুমে ৩৪ ম্যাচে ৩১ গোল করে জেতা সেই সাফল্যের পরদিনই আবার গোলের উল্লাসে মাতলেন তিনি। শনিবার রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে জোড়া গোল করে দলকে ৪–০ ব্যবধানে জিততে সাহায্য করেন এমবাপ্পে।
সান্তিয়াগো বার্নাব্যুতে জাবি আলোনসোর দল শুরু থেকেই একচেটিয়া দাপট দেখায়। ম্যাচে ৬৬ শতাংশ বল দখলে রেখে রিয়াল নেয় ১৯টি শট, যার ১০টি ছিল লক্ষ্যে। বিপরীতে ভ্যালেন্সিয়া মাত্র ৩টি শট নিতে পারে, তার মধ্যে ২টি লক্ষ্যে। এই জয়ে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করেছে রিয়াল মাদ্রিদ। ১১ ম্যাচ শেষে তাদের পয়েন্ট এখন ৩০। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভিয়ারিয়াল এবং একটি ম্যাচ কম খেলে ২২ পয়েন্টে তৃতীয় স্থানে বার্সেলোনা।
১৯তম মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডারের হ্যান্ডবলে পাওয়া পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে লিড এনে দেন এমবাপে। এল ক্লাসিকোয় পেনাল্টি মিস করা এই ফরাসি ফরোয়ার্ড এবার নির্ভুল শটে গোল করেন। এটি লা লিগায় তার টানা অষ্টম ম্যাচে গোল। ৩১তম মিনিটে আর্দা গুলারের ক্রস থেকে ভলিতে নিজের দ্বিতীয় গোলও করে ফেলেন তিনি। ১১ ম্যাচে এটি ছিল তার ১৩তম গোল, যা তাকে আবারও লিগের সর্বোচ্চ গোলদাতা বানিয়েছে।
বিরতির আগে ৪৪ মিনিটে ব্যবধান বাড়ান জুড বেলিংহ্যাম। ফেদরিকো ভালভার্দের পাস ধরে বক্সের বাইরে থেকে জোরালো শটে জাল খুঁজে নেন তিনি। টানা তৃতীয় ম্যাচে গোল করলেন ইংলিশ এই মিডফিল্ডার। চোট কাটিয়ে ফেরার পর তিনি আবারও ফিরেছেন পূর্ণ ছন্দে। অবশ্য এর কিছুক্ষণ আগেই ভিনিসিয়ুস জুনিয়র পেনাল্টি মিস করেন। কারেরাসের উপর ফাউলের পর পাওয়া সুযোগে তার শট ঠেকিয়ে দেন ভ্যালেন্সিয়া গোলরক্ষক।
শেষ দিকে আলোনসো বদলি হিসেবে নামান তরুণ এন্ড্রিক ফিলিপেকে। এরপর আক্রমণে আরও গতি আসে রিয়ালের খেলায়। ৮২ মিনিটে রদ্রিগোর প্রচেষ্টা রক্ষণের বাধায় থেমে গেলে রিবাউন্ড থেকে ডিফেন্ডার আলভারো কারেরাস জোরালো শটে গোল করেন, নিশ্চিত করেন ৪–০ ব্যবধানের বড় জয়।
ভিওডি বাংলা/ আরিফ







