চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাই ফেডারেশন নতুন কমিটি গঠন

চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাই ফেডারেশন অব ইউএসএর নতুন কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। ২০২৬–২৭ মেয়াদের জন্য নির্বাচিত এই ১৯ সদস্যের কমিটি আগামী দুই বছর যুক্তরাষ্ট্রজুড়ে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে।
নতুন কমিটিতে রায়হানুল ইসলাম চৌধুরী প্রেসিডেন্ট এবং মোহাম্মদ সাইফুর রহমান চৌধুরী টিপু জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অন্যরা হলেন- সৈয়দ মঈন (ভাইস প্রেসিডেন্ট), মো. মাওলা দিলু (ভাইস প্রেসিডেন্ট), জামশেদ হোসেন (ভাইস প্রেসিডেন্ট), প্রতাপ চন্দ্র শীল (জয়েন্ট সেক্রেটারি), লুৎফুন ভুঁইয়া হেনা (জয়েন্ট সেক্রেটারি), ইকরামুল বাকী (ট্রেজারার), মোহাম্মদ হুদা (অর্গানাইজিং সেক্রেটারি), এহসান জুয়েল (প্রেস, মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি), মোহাম্মদ কামাল (এডুকেশন ও কালচারাল সেক্রেটারি) ও আমানা রশিদ (সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি)।
কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন- চুন্নু জামান, সারোয়ার কামাল, আবদুল ওয়াহেদ মাহফুজ, মোস্তফা আমিন খোকন, সাবের চৌধুরী, মোহাম্মদ সারোয়ার হোসেন ফরিদ ও আহমেদ শহীদ।
তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নতুন কর্মকর্তাদের নাম ঘোষণা করে। গত আগস্টে বোস্টনে আয়োজিত সংগঠনের দ্বিতীয় কনভেনশনের মাধ্যমে এই নির্বাচন প্রক্রিয়া শুরু হয়, যেখানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের অ্যালামনাই অ্যাসোসিয়েশনগুলো অংশ নেয়।
নতুন কমিটি জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ছড়িয়ে থাকা চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাইদের মধ্যে সমন্বয় জোরদার করবে এবং ফেডারেশনের কার্যক্রমকে আরও গতিশীল করবে। পাশাপাশি উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তায় নতুন কর্মসূচি হাতে নেওয়ার অঙ্গীকার করেছে কমিটি।
২০১৭ সাল থেকে যুক্তরাষ্ট্রে চিটাগং ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থীদের নিয়ে কার্যক্রম পরিচালনা করছে এই ফেডারেশন।
ভিওডি বাংলা/জা






