• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুষ্টিয়ায় ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি    ২ নভেম্বর ২০২৫, ০৫:২৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক’-এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনগণের মাঝে পৌঁছে দিতে গণমিছিল ও লিফলেট বিতরণ এবং ধানের শীষের পক্ষে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া সদর আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।

গণসংযোগ উপলক্ষে বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী কুষ্টিয়া পৌর চত্বরে জড়ো হন।এর পর পৌর চত্বর থেকে মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। এর আগে পৌরসভার বিজয় উল্লাস চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন নেতারা। 

এই সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, কাজল মাজমাদার , কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিএনপির ৩১ দফা কর্মপরিকল্পনার লিফলেট সাধারণ মানুষের হাতে তুলে দেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শরীয়তপুরে অর্ধশতাধিক হাতবোমা ফাটিয়ে দুই পক্ষের সংঘর্ষ
শরীয়তপুরে অর্ধশতাধিক হাতবোমা ফাটিয়ে দুই পক্ষের সংঘর্ষ
মাদারীপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
মাদারীপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে চোলাই মদসহ গ্রেপ্তার ৪
গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে চোলাই মদসহ গ্রেপ্তার ৪