বাঁশখালীতে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

চট্টগ্রামের বাঁশখালী ছনুয়া ইউনিয়নের শুকলাল পাড়া ৪নং ওয়ার্ড় জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
রোববার (২ নভেম্বর) ছনুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড় বিএনপির সাবেক সভাপতি মাওলানা মোস্তাক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ছনুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক পদপ্রার্থী এডভোকেট শওকত ওসমান, শীলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, ছনুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন ছানুবী, ছনুয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মিজান মিয়া, সাবেক সদস্য সচিব তোফায়েল আহমেদ, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আহমদ ছগির, সহ প্রচার সম্পাদক নুরুল আলম, বাঁশখালী উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী, ছনুয়া ইউনিয়ন বিএনপি নেতা ফরুক আজম, সুজন, কাইছার হোসাইন, যুবদল নেতা মনজুরুল ইসলাম, বাঁশখালী উপজেলা ছাত্রদল নেতা বেলাল মাহমুদ, মঈনুদ্দীন যায়েদ, আতিকুর রহমান, নুরুন্নবী, কাইছার আহমেদ ছানুবী, রায়হান, জাকির হোসেন, তানজিল, আরিফুল ইসলাম, জিল্লুর রহমান, রাশেদুল ইসলাম, রাসেল, শোয়েব ছানুবী প্রমুখ।
ভিওডি বাংলা/ এমএইচ




