• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বায়ুদূষণ নিয়ন্ত্রণে একসঙ্গে মাঠে নামার নির্দেশ পরিবেশ উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক    ২ নভেম্বর ২০২৫, ০৭:৩৩ পি.এম.
পানি ভবনে আয়োজিত এক জরুরি মতবিনিময় সভায় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সংগৃহীত ছবি

রাজধানীসহ সারাদেশে বায়ুদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব সংস্থাকে একসঙ্গে মাঠে নামার নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (২ নভেম্বর) রাজধানীর পানি ভবনে আয়োজিত এক জরুরি মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন। সভার উদ্দেশ্য ছিল—ঢাকাসহ সারাদেশে বায়ুদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত কার্যক্রম গ্রহণ।

রিজওয়ানা হাসান বলেন, “ঢাকার বায়ুদূষণ রোধে যৌথভাবে অভিযান পরিচালনা করবে পরিবেশ অধিদফতর, সিটি করপোরেশন, বিআরটিএ, রাজউকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো। ডিগ্রেডেড এয়ারশেড ঘোষিত সাভার এলাকায় কোনো অবৈধ ইটভাটা চালু থাকতে দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “ভবন নির্মাণ বা মেরামতের কাজ ঢেকে রেখে করতে হবে, অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উদ্যানে ঝরাপাতা ও বর্জ্য পোড়ানো বন্ধ করতে হবে; ময়লা-আবর্জনা পুড়িয়ে বায়ুদূষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সভায় জানানো হয়, বায়ুদূষণ কমাতে নগরের রাস্তার মাঝখানের বিভাজকে গাছ ও লতাগুল্ম রোপণ করা হবে। পাশাপাশি সিটি করপোরেশন নিয়মিত পানি ছিটিয়ে ধুলা নিয়ন্ত্রণ করবে। এছাড়া বায়ুদূষণ রোধে সারাদেশে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, বাংলাদেশ পুলিশসহ বিভিন্ন দফতরের প্রতিনিধি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরপিও সংশোধন আইন মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দিলো ইসি
আরপিও সংশোধন আইন মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দিলো ইসি
দেশে মোট ভোটার সংখ্যা কত, জানালেন ইসি
দেশে মোট ভোটার সংখ্যা কত, জানালেন ইসি
ভুয়া তথ্যঝুঁকি নিয়ে ডিজিটালি রাইটের গবেষণায় সতর্কবার্তা
ভুয়া তথ্যঝুঁকি নিয়ে ডিজিটালি রাইটের গবেষণায় সতর্কবার্তা