• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পরিকল্পিতভাবে বলা হচ্ছে বিএনপি সংস্কার চায় না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক    ২ নভেম্বর ২০২৫, ০৮:৪৮ পি.এম.
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভিওডি বাংলা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পরিকল্পিতভাবে বলা হচ্ছে যে বিএনপি সংস্কার চায় না, অথচ বিএনপিই সবার আগে সংস্কার চেয়েছে।

রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নতুন প্রযুক্তিতে আমাদের জেনারেশন অশিক্ষিত। এ কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। আমাদের জেনারেশন নতুন প্রযুক্তিতে কিছুটা পিছিয়ে আছি। এই ডিজিটাল জগতে এগিয়ে যেতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ধরেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি স্ট্যাটাস দিলেন। তিনি সাধারণত সামাজিক মাধ্যমে বক্তব্য দেন। দেখলাম আমরা কম সংখ্যক লোক লাইক, কমেন্ট দেই। এটা খুব জরুরি—তার বক্তব্যকে সমর্থন দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া। আমি প্রথম থেকে বলেছি, বর্তমান যুদ্ধটা এখন সাইবার বিশ্বে।

ফখরুল বলেন, আপনি কয়টা বক্তৃতা করলেন, কয়টা জনসভা করলেন সেটা গুরুত্বপূর্ণ না। এ ক্ষেত্রে তিনি অনেক অগ্রণী ভূমিকা নিয়েছেন। আরও দ্রুত যেন সামনে দিকে এগিয়ে যেতে পারি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করে আবোল-তাবোল বলছে : তাহের
বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করে আবোল-তাবোল বলছে : তাহের
ইসি ব্যাখ্যা দেয়নি, সংশয় তৈরি হয়েছে : হাসনাত
ইসি ব্যাখ্যা দেয়নি, সংশয় তৈরি হয়েছে : হাসনাত
দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত ছাত্রদল : এ্যানি
দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত ছাত্রদল : এ্যানি