• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাস্তা নিয়ে সংঘর্ষ, আহত চাচা-ভাতিজা হাসপাতালে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ৩ নভেম্বর ২০২৫, ১০:৪৩ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চাচা-ভাতিজা আহত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন একই এলাকার শরীরিক প্রতিবন্ধী বিল্লাল হোসেন (৪৫) ও তার ভাতিজা মো. আতিকুর রহমান (২২)। আহত অবস্থায় তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আহত বিল্লাল হোসেনের ভাই মো. জুনায়েদ বাদী হয়ে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, সাদেকপুর ইউনিয়নের মধ্যপাড়ার বাসিন্দা জুনায়েদের পৈত্রিক রাস্তার উপর প্রতিবেশী শওকত মিয়া একটি ঘর নির্মাণ ও আমগাছ রোপণ করেন। এতে জুনায়েদের পরিবারের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিকবার শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। শালিসে শওকত মিয়া মৌখিকভাবে ঘর সরানো ও গাছ কাটার প্রতিশ্রুতি দিলেও পরে তা অমান্য করেন।

শনিবার সকালে বিল্লাল ও তার ভাতিজা আতিকুর রহমান বিষয়টি নিয়ে স্থানীয় মেম্বারের সাথে কথা বলতে যাওয়ার পথে শওকত মিয়ার বাড়ির সামনে পৌঁছলে শওকত মিয়া ও তার লোকজন রামদা দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তারা দুজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালে চিকিৎসাধীন বিল্লাল হোসেন বলেন, “শওকত মিয়া ও তার লোকজন আমাকে রামদা দিয়ে মাথায় কোপ দেয়। আমার ভাতিজা আতিককেও তারা কুপিয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

স্থানীয় লোকজন জানান, বিল্লাল একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ। একজন প্রতিবন্ধীর উপর এভাবে হামলা চালানো অত্যন্ত নিন্দনীয় ও মানবতাবিরোধী কাজ।

এ বিষয়ে শওকত মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম বলেন, “এ ঘটনায় দুই পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে টানা বৃষ্টিতে ফসলি জমি-রাস্তা ঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি
টাঙ্গাইলে টানা বৃষ্টিতে ফসলি জমি-রাস্তা ঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি
পাংশায় ব্যবসায়ীদের মানববন্ধন
পাংশায় ব্যবসায়ীদের মানববন্ধন
আনন্দবাজার পাকা সড়ক দ্রুত সংষ্কারের দাবিতে মানববন্ধন
আনন্দবাজার পাকা সড়ক দ্রুত সংষ্কারের দাবিতে মানববন্ধন