• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফেব্রুয়ারির নির্বাচন যেন বিতর্কিত না হয়: সুন্নী জোট

নিজস্ব প্রতিবেদক    ৩ নভেম্বর ২০২৫, ১২:৫৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন যেন আরেকটি বিতর্কিত নির্বাচনে পরিণত না হয়, সে বিষয়ে সতর্ক করেছে বৃহত্তর সুন্নী জোট। জোটটি বলেছে, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন এখন সময়ের দাবি।

সোমবার (৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানায় সুন্নী-সুফি মতাদর্শে বিশ্বাসী তিনটি রাজনৈতিক দল—বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)এর সমন্বয়ে গঠিত বৃহত্তর সুন্নী জোট।

লিখিত বক্তব্যে নেতারা বলেন, নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে, তবে এখনো নির্দিষ্ট তারিখ ঘোষণা না হওয়ায় জনমনে সংশয় ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

তারা আশঙ্কা প্রকাশ করেন—“আগামী ফেব্রুয়ারির নির্বাচনও যদি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক না হয়, তাহলে তা আরেকটি অগণতান্ত্রিক নির্বাচনে পরিণত হবে।

সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের প্রায় ১৫ মাস পার হলেও দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রশাসনিক নিরপেক্ষতা প্রতিষ্ঠা হয়নি।
তারা বলেন, “বিনা বিচারে হত্যা, রাজনৈতিক দমন-পীড়ন, উগ্রবাদীদের আস্ফালন, বিচারব্যবস্থায় হস্তক্ষেপ, আইনজীবী ও আসামিদের ওপর হামলা—এসব ঘটনা দেশে ভয়াবহ অনিশ্চয়তা তৈরি করেছে।”

নেতারা আরও বলেন, দেশের বিভিন্ন মাজার, খানকা, দরবার শরীফ ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ ও অবমাননাকর কর্মকাণ্ড ধর্মীয় সম্প্রীতি ও মানবাধিকারের পরিপন্থি। এসব ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আধ্যাত্মিক কেন্দ্রগুলোর স্থায়ী নিরাপত্তা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে।

অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তারা বলেন,টাকার অবমূল্যায়ন, ডলারের সংকট, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও বেকারত্বের বিস্তার সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে।

তারা অভিযোগ করেন, বিদেশি বিনিয়োগকারীরা নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে, অথচ ঋণনির্ভর অর্থনীতি জনগণের কল্যাণে সুফল দিতে পারছে না।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআইবি) সাম্প্রতিক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তারা বলেন, “দেশে দুর্নীতি, প্রশাসনিক অনিয়ম ও জবাবদিহির অভাব আশঙ্কাজনকভাবে বেড়েছে।”

গণমাধ্যম নিয়ে নেতারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলা, অ্যাক্রেডিটেশন বাতিল ও চাকরিচ্যুতির মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করা হচ্ছে। সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতে আইনগত সুরক্ষা দিতে হবে।

বৃহত্তর সুন্নী জোট সংবাদ সম্মেলনে ১৩ দফা দাবি পেশ করে। এর মধ্যে উল্লেখযোগ্য হল :-

১️. নির্বাচন কমিশন ঘোষিত সময়ে নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা।
২️.সকল নিবন্ধিত রাজনৈতিক দলের অংশগ্রহণ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৩️.নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে কম্বিং অপারেশন পরিচালনা করা।
৪️.দুর্নীতিবাজ ও দণ্ডপ্রাপ্তদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা।
৫️. মাজার, খানকা ও দরবার শরীফের নিরাপত্তা নিশ্চিত করা।
৬️. বিনা বিচারে হত্যা ও রাজনৈতিক দমন-পীড়ন বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া।
৭️.মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা করা।
৮️.গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা।
৯️.ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ন্যায়বিচার রক্ষায় বিশেষ টাস্কফোর্স গঠন।
১০.নির্বাচনকালীন প্রশাসন দলনিরপেক্ষভাবে পুনর্গঠন।

এছাড়া চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশিদের হাতে হস্তান্তর না করা, পার্বত্য জেলায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ ও আরাকান আর্মিকে কোনো করিডোর না দেওয়ার দাবি জানানো হয়।

দাবি আদায়ে বৃহত্তর সুন্নী জোট নিন্মোক্ত কর্মসূচি ঘোষণা করেন

১৫ নভেম্বর চট্টগ্রামে জনসভা

২৯ নভেম্বর কুমিল্লায় জনসভা

৩০ নভেম্বর হবিগঞ্জে জনসভা 

৩ ডিসেম্বর নারায়ণগঞ্জে জনসভা

২০ ডিসেম্বর ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ

সংবাদ সম্মেলনের শেষে নেতারা বলেন,একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বা৭চনই জাতিকে স্থিতিশীলতা, গণতন্ত্র ও উন্নয়নের পথে ফিরিয়ে আনতে পারে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জোটের নেতা ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জোটের নেতা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ আসলাম হোসাইন।

এতে আরও  উপস্থিত ছিলেন,ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইবরাহীম আখতারী, বাংলাদেশ সুপ্রীম পার্টির ভাইস চেয়ারম্যান কাজী মাও, আশেকুর রহমান হাশেমী, মাও. রুজুল আমিন ভূইয়া চাঁদপুরী, যুগ্ম মহাসচিব মোহাম্মদ ইব্রাহীম মিয়া, এস এম বারী মুসা প্রমূখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-১৪ আসন থেকে লড়বেন সানজিদা তুলি
ঢাকা-১৪ আসন থেকে লড়বেন সানজিদা তুলি
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান
ঢাকা-৬ আসনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন
ঢাকা-৬ আসনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন