• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ছবি বিকৃতির ঘটনায়

চারজনের বিরুদ্ধে ঢাবি শিক্ষিকা মোনামীর মামলা

ঢাবি প্রতিনিধি    ৩ নভেম্বর ২০২৫, ০৩:৩৯ পি.এম.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভুইয়া মোনামী। সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভুইয়া মোনামীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন শেহরীন আমিন মোনামী। মামলায় তাঁকে সহায়তা করেন ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক শাখাওয়াত জাকারিয়া। এ সময় উপস্থিত ছিলেন ডাকসুর কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।

বিষয়টি নিশ্চিত করে ডাকসুর আইন সম্পাদক জাকারিয়া জানান, “অধিকতর তদন্তের জন্য মামলাটি ডিবির সাইবার ইউনিটে পাঠানো হয়েছে। সাইবার বুলিংয়ের যে কোনো ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে তারা আশ্বাস দিয়েছেন।”

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মুনসুর জানান, মামলায় চারজনকে আসামি করা হয়েছে।

তারা হলেন—
সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট মুজতবা খন্দকার, লেখক ও অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ, ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন, এবং আশফাক হোসাইন ইভান।

মামলার এজাহারে শেহরীন আমিন মোনামী উল্লেখ করেন, ফেসবুকে তাঁর ছবি বিকৃত করে কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর মন্তব্য করা হচ্ছে। গত ২ নভেম্বর দুপুরে তিনি নিজেই এ ধরনের পোস্ট দেখতে পান এবং এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পরিবারের সঙ্গে আলোচনা করে তিনি মামলা দায়েরের সিদ্ধান্ত নেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেনে নিন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে কখন
জেনে নিন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে কখন
জকসু নির্বাচনে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন
জকসু নির্বাচনে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মিছিল ঘিরে উত্তেজনা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মিছিল ঘিরে উত্তেজনা