প্রথমবারের মতো সেমিতে ব্রাজিল

নারী ফুটবলে নতুন ইতিহাস গড়েছে ব্রাজিল অনূর্ধ্ব–১৭ দল। প্রথমবারের মতো তারা জায়গা করে নিয়েছে অনূর্ধ্ব–১৭ নারী বিশ্বকাপের সেমিফাইনালে। রাবাতের অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ৫–৪ ব্যবধানে অপরাজিত কানাডাকে হারিয়ে এই সাফল্য পায় রিলানি সিলভার কোচিংয়ে থাকা ব্রাজিল।
নির্ধারিত সময়ের ৯০ মিনিটে কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে কানাডার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক আনা মরগান্তি, আর ব্রাজিলের পাঁচ শুটারই গোল করতে সফল হন। ফলে ৫–৪ ব্যবধানে জয় নিশ্চিত হয় লাতিন আমেরিকার দলটির।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় ব্রাজিল। জুলিনহা, মারিয়া ও এভেলিন একের পর এক আক্রমণ গড়ে তুললেও ভাগ্য সহায় হয়নি। প্রথমার্ধের মাঝামাঝি সময় কানাডা কিছুটা ঘুরে দাঁড়ালেও মরগান্তির অসাধারণ সেভে ভেস্তে যায় তাদের সুযোগ।
দ্বিতীয়ার্ধে আবারও মাঠের নিয়ন্ত্রণ নেয় ব্রাজিল। কাইলান, জুলিয়া পেরেইরা ও রাভেন্নার আক্রমণে একাধিকবার বিপদে পড়ে কানাডার রক্ষণভাগ, তবে গোলের দেখা মিলেনি। শেষ পর্যন্ত টাইব্রেকারে মরগান্তির নৈপুণ্যেই হাসে জয়।
এই জয় ব্রাজিল নারী ফুটবলের ইতিহাসে অভূতপূর্ব অর্জন, কারণ এর আগে কখনও অনূর্ধ্ব–১৭ পর্যায়ে সেমিফাইনালে পৌঁছাতে পারেনি তারা।
ভিওডি বাংলা/ আরিফ







