• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাঁশখালীতে কৃষি ব্যাংকের আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ৩ নভেম্বর ২০২৫, ০৪:৫২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশ কৃষি ব্যাংক এর  উদ্যোগে “তারুণ্যের উৎসব ২০২৫: আর্থিক সাক্ষরতা কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৩ নভেম্বর) দুপুরে সরকারী আলাওল কলেজের হলরুমে বাংলাদেশ কৃষি ব্যাংক বাঁশখালী, কালীপুর, নাপোড়া বাজার, শাখার আয়োজনে কর্মসূচিতে শিক্ষার্থীদের জন্য আলোচনা সভা ও আর্থিক শিক্ষার নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষি ব্যাংক পটিয়া শাখার আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ এমরানুল ইসলাম মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  সরকারী আলাওল কলেজের অধ্যক্ষ মোঃ ফজলে এলাহী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা কৃষি অফিসার শ্যামল চন্দ্র সরকার, বাঁশখালী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শওকতুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ।

বাংলাদেশ কৃষি ব্যাংক কালীপুর শাখার কর্মকর্তা শহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাঁশখালী শাখা ব্যবস্থাপক জামাল উদ্দিন, কালীপুর শাখা ব্যবস্থাপক বিনম্র দেব, নাপোড়া শাখা ব্যবস্থাপক মোস্তাক মিয়াসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বক্তারা তরুণ প্রজন্মকে ডিজিটাল ব্যাংকিং সেবায় দক্ষ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সঠিক অর্থ ব্যবস্থাপনায় সচেতনতা এবং প্রযুক্তি-নির্ভর আর্থিক সেবা ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি জাল নোট চেনার উপায়, সাইবার নিরাপত্তা, ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা, ঋণ ও বিনিয়োগের সুযোগ এবং উদ্যোক্তা উন্নয়নের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়াও বক্তারা আগামী দিনের ব্যাংকিং খাতে তরুণদের ভূমিকা এবং টেকসই উন্নয়নে তাদের দায়িত্ব নিয়েও আলোকপাত করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং আর্থিক শিক্ষার বিষয়ে নানা প্রশ্নোত্তরে যুক্ত হন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অযত্নে–অবহেলায় হরিপুর শিশুপার্কের বেহাল দশা
অযত্নে–অবহেলায় হরিপুর শিশুপার্কের বেহাল দশা
বগুড়ায় তারেক রহমানের শ্বশুরের ৯১ তম জন্ম বার্ষিকী পালিত
বগুড়ায় তারেক রহমানের শ্বশুরের ৯১ তম জন্ম বার্ষিকী পালিত
ঘুমন্ত শিশুর বুকে ছুরি চালিয়ে আত্মগোপনে বাবা
ঘুমন্ত শিশুর বুকে ছুরি চালিয়ে আত্মগোপনে বাবা