• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা-৬ আসনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৩ নভেম্বর ২০২৫, ০৭:০১ পি.এম.
বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি-সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত তালিকায় তিনি জানান, আলোচিত তরুণ বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন লড়বেন ঢাকা-৬ আসন থেকে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুই শতাধিক আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলন সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এজেডএম জাহিদ হোসেন উপস্থিতি ছিলেন।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩০০ আসনেই শক্তিশালী প্রার্থী দেবে এনসিপি : সারজিস আলম
৩০০ আসনেই শক্তিশালী প্রার্থী দেবে এনসিপি : সারজিস আলম
যশোর-৬ আসনে ভোটে লড়বেন শ্রাবণ
যশোর-৬ আসনে ভোটে লড়বেন শ্রাবণ
সিলেট-২ আসনে ইলিয়াস আলীর স্ত্রী
সিলেট-২ আসনে ইলিয়াস আলীর স্ত্রী