বিএনপির প্রার্থী তালিকা হতাশাজনক, অধিকাংশই গডফাদার: নাসীরুদ্দীন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘বিএনপির প্রার্থী তালিকা হতাশাজনক। অধিকাংশই গডফাদার। আমরা ভেবেছিলাম গণঅভ্যুত্থানের পর তারা কিছু ভালো প্রার্থী দেবে, কিন্তু দেখা গেলো কৌশলে ছাত্রদল-যুবদলসহ তরুণদের বাদ দেওয়া হয়েছে। তাদের আমাদের দলে স্বাগত জানাই।’
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামটরে দলের অস্থায়ী কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রশংসা করে নাসীরুদ্দীন বলেন, ‘খালেদা জিয়া এখন গণতন্ত্রের প্রতীক। গণঅভ্যুত্থান না হলে হয়তো তিনি নির্বাচনের সুযোগ পেতেন না। তাই জুলাই অভ্যুত্থানকেও স্বীকৃতি দেওয়া উচিত।’
তিনি আরও বলেন, ‘তারেক রহমান দেশে আসছেন, এটি ইতিবাচক খবর। আমাদের সঙ্গে বসে আলোচনায় আসার আহ্বান জানাই।’
‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ’ প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এই আদেশ ড. মুহাম্মদ ইউনূসকেই দিতে হবে। রাষ্ট্রপতির স্বাক্ষরের কোনো সুযোগ নেই। কেউ যদি তা করার চেষ্টা করেন, ছাত্র সমাজ আবারও মাঠে নামবে। নির্দিষ্ট তারিখে সনদ বাস্তবায়ন আদেশ দিতে হবে।’
ছোট দলগুলোর বিষয়ে তিনি বলেন, ‘এক-দুটি আসন দিয়ে ছোট দলগুলোর নিজস্বতা নষ্ট করতে চায় বড় দলগুলো। প্রত্যেক দলকে নিজস্ব প্রতীকে নির্বাচনের সুযোগ দিতে হবে। কোনো বড় দল ছোট দলের কাছে প্রতীক বিক্রি করলে, তাদের ভোট না দেওয়ার আহ্বান জানাই।’
তিনি আরও বলেন, ‘আমরা বিএনপি বা জামায়াতকে ভয় পাই না। জনগণের পক্ষেই আমাদের অবস্থান। সরকারকে বুঝতে হবে, এই দুটি দল কেবল সুবিধা আদায়ের প্রতিযোগিতায় আছে।’
ভিওডি বাংলা/ আরিফ



