• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর চট্টগ্রামে বিক্ষোভের আগুন

চট্টগ্রাম প্রতিনিধি    ৩ নভেম্বর ২০২৫, ০৯:০৭ পি.এম.
মনোনয়ন না পেয়ে আসলাম চৌধুরীর অনুসারীদের বিক্ষোভ। সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থী হিসেবে কাজী সালাউদ্দিনের নাম ঘোষণা করেছে দলটি। এই আসনে দীর্ঘদিন ধরে দলীয় মনোনয়ন প্রত্যাশী আসলাম চৌধুরী এবার বঞ্চিত হয়েছেন।

মনোনয়ন না পাওয়ায় সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যার দিকে আসলাম চৌধুরীর অনুসারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন।

চট্টগ্রামের কদমরসুল এলাকায় মহাসড়ক অবরোধের ফলে উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে স্লোগান দেন।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বিএনপি। বাকি ৬৩ আসনে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি, যার কিছু জোটভুক্ত দলগুলোর জন্য রাখা হয়েছে।

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি এখন পর্যন্ত ১০টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে, বাকি ৬টি আসনের প্রার্থী তালিকা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অযত্নে–অবহেলায় হরিপুর শিশুপার্কের বেহাল দশা
অযত্নে–অবহেলায় হরিপুর শিশুপার্কের বেহাল দশা
বগুড়ায় তারেক রহমানের শ্বশুরের ৯১ তম জন্ম বার্ষিকী পালিত
বগুড়ায় তারেক রহমানের শ্বশুরের ৯১ তম জন্ম বার্ষিকী পালিত
ঘুমন্ত শিশুর বুকে ছুরি চালিয়ে আত্মগোপনে বাবা
ঘুমন্ত শিশুর বুকে ছুরি চালিয়ে আত্মগোপনে বাবা