নেত্রকোণা-৫ আসনে বিএনপির প্রার্থী আবু তাহের তালুকদার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনের সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি।
নেত্রকোণা-৫ (পূর্বধলা ) আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী দলটির নেত্রকোনা জেলা বিএনপির তিন বারের সাবেক সাধারণ সম্পাদক পূর্বধলা উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার।
সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নেত্রকোণা-৫ আসনে আলহাজ্ব আবু তাহের তালুকদার মনোনীত হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
দলটির বিভিন্ন পর্যায়ের কর্মীরা জানান, আলহাজ্ব আবু তাহের তালুকদার জেল জুলুম হুলিয়া মামলা হামলার শিকার দুর্দিনের কান্ডারী নির্যাতিত নিপীড়িত বিএনপির এক নিবেদিতপ্রাণ নেতা। তিনি পূর্বধলা উপজেলায় বিভিন্ন মানবিক ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম করে ইতোমধ্যে গণমানুষের তুমুল প্রশংসা অর্জন করেছেন।
কর্মীরা আরও জানান, বিএনপি’র এই নেতা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়ে পূর্বধলা উপজেলাকে সারাদেশে মডেল উপজেলায় পরিণত করবেন।
উল্লেখ্য আলহাজ্ব আবু তাহের তালুকদার ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষের প্রার্থী ছিলেন।
ভিওডি বাংলা/ একে এম এরশাদুল হক জনি/ আরিফ







