হান্নান মাসউদের বিপরীতে বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীম

                                            
                                    
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন।
ঘোষিত তালিকায় নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম মনোনয়ন পেয়েছেন। সম্প্রতি গুঞ্জন ছিল-এই আসনটি বিএনপির পরিবর্তে জোটের শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদকে দেওয়া হতে পারে। তবে ঘোষণায় ধানের শীষ প্রতীকে শামীমের নাম আসায় এলাকায় দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
একদিকে বিএনপি প্রার্থীর মনোনয়নে আনন্দ মিছিল করেছেন ধানের শীষের সমর্থকরা, অন্যদিকে এনসিপি নেতা হান্নান মাসউদের কর্মী-সমর্থকদের মধ্যে হতাশা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাতিয়ার প্রায় প্রতিটি ইউনিয়নে শামীমের সমর্থনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিএনপি নেতাকর্মীরা। অন্যদিকে, দীর্ঘদিন ধরে গণসংযোগ করে আসা হান্নান মাসউদের সমর্থকেরা বলছেন-জোটের আসন সমঝোতায় তাকে মনোনয়ন দেওয়া হতে পারে বলে আশা করেছিলেন তারা।
স্থানীয় বিএনপি সমর্থক রাসেল উদ্দিন বলেন, “তারেক রহমান বলেছিলেন-মনোনয়ন পাবেন তারা, যারা মানুষের সঙ্গে সংযুক্ত। কিন্তু আজ বুঝলাম, রাজনীতিতে জনগণের মূল্য অনেক কমে গেছে। এখন হাতিয়ার জন্য আশার নাম শুধু আবদুল হান্নান মাসউদ।”
অন্যদিকে বিএনপি কর্মী রুবেল উদ্দিন রবি বলেন, “ধানের শীষ প্রতীক যে বহন করবে আমরা তার পক্ষেই কাজ করব। শামীম ভাই ত্যাগী ও সৎ মানুষ-তার জন্যই মাঠে নামব।”
জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা মো. কামরুজ্জামান বলেন, “বিএনপি মনোনয়ন প্রক্রিয়ায় কোনো চমক আনতে পারেনি। সাবেক এমপিদেরই প্রাধান্য দিয়েছে। তরুণ প্রার্থীর সংখ্যা হতাশাজনক।”
এ বিষয়ে মনোনীত প্রার্থী মাহবুবের রহমান শামীম বলেন, “বিএনপি জোটের শরিকদের জন্য কিছু আসন রেখে ২৩৭ আসনের তালিকা প্রকাশ করেছে। মানুষ ধানের শীষে ভোট দিতে প্রস্তুত। ১৭ বছর পর হাতিয়ায় ধানের শীষের জয় হবেই।”
এনসিপির নেতা আবদুল হান্নান মাসউদ বলেন, “আমি সবসময় অসহায় মানুষের পাশে ছিলাম, আছি, থাকব ইনশাআল্লাহ। হাতিয়ার নদীভাঙন রোধে আমার লড়াই চলবে। আমার শক্তি জনগণ, তাদের রায়কেই শ্রদ্ধা করব।”
ভিওডি বাংলা/জা
                            
                        
                
                


                

