• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মৃত্যুর আগে বাবাকে দেশে আসতে দেয়নি খুনি হাসিনা: ইশরাক

নিজস্ব প্রতিবেদক    ৪ নভেম্বর ২০২৫, ১২:২৩ পি.এম.
সাদেক হোসেন খোকা-ব্যারিস্টার ইশরাক হোসেন ছবি: সংগৃহীত

বিএনপি নেতা এবং প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ব্যারিস্টার ইশরাক হোসেন অভিযোগ করেছেন, মৃত্যুর আগে তার বাবাকে দেশে ফেরার অনুমতি দেননি স্বৈরাচারী হাসিনা। 

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় ঢাকার নয়াপল্টন আনন্দ কমিউনিটি সেন্টারে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নিজের বাবাকে স্মরণ করে ইশরাক হোসেন আরও বলেন, আজকে আমার বাবা যদি জীবিত থাকতেন হয়তো আমি নির্বাচনও করতাম না এবং রাজনীতিতেও এত দ্রুত আসতাম না।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইশরাক বলেন, তারা হয়তো আমার বাবার স্মৃতি স্মরণ রেখে আমাকে ঢাকা-৬ থেকে মনোনয়ন দিয়েছেন। আমি আপনাদের অনুরোধ জানাব, দল যাকেই মনোনয়ন দিক, আমরা ইনশাআল্লাহ ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ থেকে সর্বোচ্চ চেষ্টা করব। 

সংবাদটি শেষ করে তিনি সকলের কাছে তার বাবার আত্মার মাগফিরাত কামনা করেন।

ভিওডি বাংলা/জা  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কামাল মোল্লার প্রার্থিতা স্থগিত করল বিএনপি
কামাল মোল্লার প্রার্থিতা স্থগিত করল বিএনপি
প্রার্থী তালিকায় না থাকা যুবদলের নয়নের প্রতিক্রিয়া
প্রার্থী তালিকায় না থাকা যুবদলের নয়নের প্রতিক্রিয়া
জামায়াত ঝুলন্ত পার্লামেন্ট চায়: আবদুস সালাম
জামায়াত ঝুলন্ত পার্লামেন্ট চায়: আবদুস সালাম