• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খাগড়াছড়ি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

খাগড়াছড়ি প্রতিনিধি    ৪ নভেম্বর ২০২৫, ১২:৩২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্যে খাগড়াছড়ি-২৯৮ নং আসনে দলের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইঁয়া।

সোমবার (৩ নভেম্বর ) বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থীদের নাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, যেসব আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি সেগুলোর নাম পরে জানানো হবে। এছাড়া কিছু আসন শরিক দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

বিএনপির প্রার্থী ঘোষণার পর খাগড়াছড়িতে দলীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। তারা মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইঁয়ার নেতৃত্বে আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয়ের আশাবাদ ব্যক্ত করেছেন।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্রসফায়ার দিয়ে সন্ত্রাস দমন করতে চাই না: আইজিপি
ক্রসফায়ার দিয়ে সন্ত্রাস দমন করতে চাই না: আইজিপি
করিমগঞ্জে দুই আ'লীগ নেতা গ্রেপ্তার
করিমগঞ্জে দুই আ'লীগ নেতা গ্রেপ্তার
নীলফামারীতে বিএনপির সদস্য সংগ্রহ ৩১ দফার লিফলেট বিতরণ
নীলফামারীতে বিএনপির সদস্য সংগ্রহ ৩১ দফার লিফলেট বিতরণ