পাবনার ৪টি আসনে বিএনপি'র মনোনয়ন পেলেন যারা

                                            
                                    
পাবনার ৫টি আসনের মধ্যে ৪টি আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষণা অনুযায়ী পাবনা-৫ আসনে এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনে হাবিবুর রহমান হাবিব, পাবনা-৩ আসনে কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং পাবনা-২ আসনে সেলিম রেজা হাবিব কে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।
আর পাবনা-১ আসন হোল্ড করে রাখা হয়েছে। এই আসনে বিএনপি থেকে কারো নাম ঘোষণা করা হয়নি।
দলীয় মনোনয়ন পাবার পর এক প্রতিক্রিয়ায় পাবনা-৩ আসনের প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, 'আলহামদুলিল্লাহ। ভাল লাগছে দলীয় মনোনয়ন পেয়ে। ধানের শীষ হলো মানুষের আশা আকাঙ্খার প্রতিক, অধিকার পুনরুদ্ধারের প্রতীক। আমি পাবনা-৩ আসনের জনগণের পাশে থেকে তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যেতে চাই।'
ভিওডি বাংলা/ এমএইচ
                            
                        
                
                




                

