• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শাহজাহানপুরে ভাড়া বাসা থেকে বস্তাবন্দি তরুণীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক    ৪ নভেম্বর ২০২৫, ০১:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহজাহানপুরের ভাড়া বাসা থেকে সুরভী আক্তার মাহফুজা (২১) নামে এক তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় একজন পোশাক শ্রমিক ছিলেন। এই ঘটনার পর থেকে তার কথিত স্বামী আজিজুর রহমান পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, সোমবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে ৪৩৯/এ শাহজাহানপুর বকশীবাগের দ্বিতীয়তলা ভবনের নিচতলার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

মৃত সুরভী আক্তার শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর গ্রামের নুরুল হক খানের মেয়ে। বর্তমানে তিনি শাহজাহানপুর বকশীবাগে ভাড়া বাসায় থাকতেন।

শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহসিন তালুকদার জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করে জানা যায়, চলতি মাসের ১ নভেম্বর স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তারা বাসা ভাড়া নিয়েছিলেন। স্থানীয়দের বরাতে জানা যায়, তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। পুলিশ মনে করছে, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা
নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা
শাহজালাল বিমানবন্দরে স্ট্রং রুমের তালা ভাঙা
শাহজালাল বিমানবন্দরে স্ট্রং রুমের তালা ভাঙা
রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার