• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মধুপুরে শ্রমিক দল নেতার উপর সন্ত্রাসী হামলা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ৪ নভেম্বর ২০২৫, ০৩:৫৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  আকাশী পূর্বপাড়া মোড়ে পৌছা মাত্রই পূর্ব শত্রুতার জের হিসেবে  প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মধুপুর পৌর শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল গুরুতর আহত হয়েছে। তিনি রানিয়াদ গ্রামের নয়ন মিয়ার ছেলে।

ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার পৌরসভার ৮ নং ওয়াডে আকাশী গ্রামে। এ বিষয়ে ওই গ্রামের মৃত্য আনিসুর রহমানের ছেলে মো: লুৎফর রহমান (৩৮) বাদী হয়ে মধুপুর থানায় মামলা করে। 

মামলায় আসামিরা হলেন আঃ রাজ্জাকে ছেলে   রাইসুল (৩০)  মো: তুলা মিয়া ছেলে  মোঃ মামুন  (৩২) মো: মানিক (২৮) মো: রতন (২৩)  মৃত্যু জুলহাসের ছেলে মো: হারুন (৩২)  মোঃ রিপন (২৫) মো: স্বপন (২৫)  মৃত্যু মোকছেদ আলীর ছেলে  মোঃ রাজু আহমেদ (৩০) ৯। আবু (২৬) মৃত্যু খোরশেদের ছেলে তুলা মিয়া (৫৫) মো: জুলহাসের ছেলে  মোঃ জাহিদ (২৮)  মোঃ রফিকুল ইসলাম (৩৮)  মোঃ শহিদুল (৩৬)   মো: রফিজ ছেলে  মোঃ রুবেল (৩২) আরো অজ্ঞাতনামা  ২০ /২৫ জন। মামলায় বলা হয়েছে এরা সকলে মিলে এই হামলা চালায় ।

মামলার বিবরণীতে জানা যায়, সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মো: উজ্জ্বল, শিশির মাসুদ, মেহেদী, শাহীন সহ আরো কয়েজন মিলে  মোটরসাইকেল যোগে মধুপুর যাওয়া পথে আকাশী মোড় নামক স্থানে পৌছালে প্রতি পক্ষের ১২ থেকে ১৩ জন রাস্তা উপর এসে পরিকল্পিতভাবে দা, লাঠি, কাঠের চলা, চাপাতি, রামদা, লোহার রড ইত্যাদি দেশীয় অস্ত্রে নিয়া পথ রোধ করে সকলে মিলে এলোপাথারী ভাবে মারপিট শুরু করে। 

বর্তমানে উজ্জ্বলের মুমূর্ষু অবস্থায় মধুপুর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। জানাযায়  এই হারুন, মামুন, মানিক, রাজু, রাসেল, জাহিদ গত সময়ে আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে দীর্ঘ ১৭ বছর এলাকায় বিভিন্ন অপকর্ম চালিয়ে মামলা হামলার ভয়ভীতি দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেছেন অনেকে। 

আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মধুপুর থানায় অফিসার ইনচার্জ এমরানুল কবীর।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুলবাড়ীতে দিনব্যাপী  অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত
ফুলবাড়ীতে দিনব্যাপী অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত
নোয়াখালীতে ট্রাকচাপায় নিহত ৬
নোয়াখালীতে ট্রাকচাপায় নিহত ৬
রাজবাড়ী-১ আসনে নির্বাচনী প্রচার শুরু করলেন খৈয়ম
রাজবাড়ী-১ আসনে নির্বাচনী প্রচার শুরু করলেন খৈয়ম