নেত্রকোণায় ডিবির অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী

                                            
                                    
নেত্রকোণা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
নেত্রকোনা ডিবি পুলিশ (পূর্ব) এর অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই ইকবাল হোসেন এর নেতৃত্বে একটি টিম গতকাল সোমবার দিবাগত রাত দেড় টার দিকে বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের ডেমুরা বড়গাও গ্রামের স্বপন মিয়ার বাড়িতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, বারহাট্টা উপজেলার ডেমুরা গ্রামের মৃত খোরশেদ মিয়ার পুত্র স্বপন মিয়া (৪৪) ও ঝিতন গ্রামের মৃত নেকবর আলীর পুত্র রুবেল মিয়া (৪৫)।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর আসামিদেরকে মঙ্গলবার বিকালে আদালতে প্রেরণ করা হয়।
ভিওডি বাংলা/ এমএইচ
                            
                        
                
                




                

