• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুষ্টিয়ায় জুয়েল সমর্থকদের বাড়িতে ককটেল বিস্ফোরণ ও অফিস ভাঙচুর

কুষ্টিয়া প্রতিনিধি    ৪ নভেম্বর ২০২৫, ০৪:০৬ পি.এম.
ছবি: সংগৃহীত

বিএনপির দলীয় মনোনয়ন ঘোষণার পর কুষ্টিয়ার দৌলতপুরে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী শরিফ উদ্দিন জুয়েলের সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (৩ নভেম্বর) রাতে উপজেলার হোসেনাবাদ হিসনা পাড়ায় উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাছুম প্রফেসরের বাড়ির সামনে দুর্বৃত্তরা পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় হামলাকারীরা গালাগাল করতে করতে ঘটনাস্থল ত্যাগ করেন।

এছাড়াও শরিফ উদ্দিন জুয়েলের সমর্থকদের গোয়ালগ্রাম ও শেহালা বাজারের বিএনপি অফিস ভাঙচুর এবং উপজেলা চত্বরে থাকা ফেস্টুন ও পোস্টার ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলারও অভিযোগ।

উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাছুম বলেন, ‘আমি শরিফ উদ্দিন জুয়েলের সমর্থক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা মাঠে কাজ করছি। মনোনয়ন ঘোষণার পর আমার বাড়িতে ককটেল হামলা চালানো হয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’

এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেন, ‘তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দৌলতপুরে আমি ও আমার কর্মীরা কাজ করছি। মনোনয়ন ঘোষণার পর বিএনপির মনোনয়ন না পেয়ে রেজ আহমেদের লোকজন বেপরোয়া হয়ে উঠেছেন। আমার সমর্থকদের বাড়িতে হামলা, অফিস ভাঙচুর ও ফেস্টুনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে ন্যায্য বিচার চাই।’

এদিকে এর আগে গতকাল গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) সাবেক সংসদ সদস্য রেজা আহমেদকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুলবাড়ীতে দিনব্যাপী  অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত
ফুলবাড়ীতে দিনব্যাপী অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত
নোয়াখালীতে ট্রাকচাপায় নিহত ৬
নোয়াখালীতে ট্রাকচাপায় নিহত ৬
রাজবাড়ী-১ আসনে নির্বাচনী প্রচার শুরু করলেন খৈয়ম
রাজবাড়ী-১ আসনে নির্বাচনী প্রচার শুরু করলেন খৈয়ম