মা-বাবার কবর জিয়ারত করে
রাজবাড়ী-১ আসনে নির্বাচনী প্রচার শুরু করলেন খৈয়ম

                                            
                                    
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর মা-বাবা ও বড় ভাইয়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে রাজবাড়ী পৌর এলাকার ২৮ কলোনি কবরস্থানে গিয়ে তিনি বাবা ডা. একে এম ওয়াহিদ, মা রাজিয়া বেগম ও বড় ভাই আল্লা নেওয়াজ খায়রুর কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, রাজবাড়ী-১ আসনে আমাকে বিএনপির প্রার্থী মনোনয়ন দেওয়ার জন্য প্রথমে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এবং রাজবাড়ী বাসীর প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। রাজবাড়ীর মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন আলী নেওয়াজমাহমুদখৈয়ম।
এসময় রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ এমএইচ
                            
                        
                
                




                

