টাইফুন কালমেগির তাণ্ডব
ফিলিপাইনে নিহত অন্তত ২৬ জন

ফিলিপাইনে টাইফুন কালমেগির আঘাত ও প্রবল বৃষ্টিপাতে অন্তত ২৬ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির মধ্যাঞ্চলে ব্যাপক বন্যা ও ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। ঝড়ের তাণ্ডব থেকে বাঁচতে প্রায় চার লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, মঙ্গলবার ভোরে টাইফুনটি ফিলিপাইনের মধ্যাঞ্চলের উপকূলীয় এলাকায় আঘাত হানে। এতে সেবু দ্বীপের সব শহর প্লাবিত হয়ে পড়ে। কর্দমাক্ত পানির স্রোতে গাড়ি, ট্রাক ও বিশাল কনটেইনার ভেসে গেছে।
সেবুর বেসামরিক প্রতিরক্ষা বিভাগের উপ-প্রশাসক রাফায়েলিতো আলেজান্দ্রো বলেন, শুধু সেবুতেই ২১ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। সারাদেশে মোট ২৬ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে, যাদের অধিকাংশই ডুবে মারা গেছেন।
দেশটির আবহাওয়া অফিস জানায়, সেবু সিটিতে ২৪ ঘণ্টায় ১৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা মাসিক গড়ের চেয়েও অনেক বেশি।
প্রাদেশিক গভর্নর পামেলা বারিকুয়াত্রো ফেসবুকে এক পোস্টে লিখেছেন, “আমরা ভেবেছিলাম প্রবল বাতাসই বিপদ আনবে, কিন্তু প্রকৃত বিপদ এসেছে পানির মাধ্যমে।”
স্থানীয় দুর্যোগ কর্মকর্তা এথেল মিনোজা জানান, উদ্ধারকর্মীরা এখনও অনেক পানিবন্দি মানুষের কাছে পৌঁছাতে পারেননি। ইতোমধ্যে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া লেইতে প্রদেশে এক বৃদ্ধ ও বোহলে এক ব্যক্তি নিহত হয়েছেন।
অন্যদিকে, ত্রাণ তৎপরতায় সহায়তা করতে গিয়ে উত্তর মিন্দানাও দ্বীপে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।
টাইফুন কালমেগি বর্তমানে ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে পশ্চিমাঞ্চলের ভিসায়ান দ্বীপপুঞ্জ অতিক্রম করছে। দমকা হাওয়ার গতি ১৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে। এতে গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে।
বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে টাইফুন ও ঘূর্ণিঝড় আরও শক্তিশালী হয়ে উঠছে। উষ্ণ মহাসাগর ও বায়ুমণ্ডল টাইফুনকে তীব্র ও বৃষ্টিপাতকে ভারী করে তুলছে।
ফিলিপাইনে প্রতিবছর গড়ে ২০টি টাইফুন আঘাত হানে, যার বেশিরভাগই দরিদ্র অঞ্চলে তাণ্ডব চালায়। এ বছর ইতোমধ্যে সেই গড় সংখ্যায় পৌঁছে গেছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। ডিসেম্বরের মধ্যে আরও তিন থেকে পাঁচটি ঝড় আসার আশঙ্কা রয়েছে।
গত সেপ্টেম্বরে দেশটিতে সুপার টাইফুন রাগাসা আঘাত হেনেছিল, যা ফিলিপাইন ও প্রতিবেশী তাইওয়ানে অন্তত ১৪ জনের প্রাণ কেড়ে নিয়েছিল।
সূত্র: এএফপি
ভিওডি বাংলা/জা







