• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এশিয়া কাপের দল ঘোষণা, নেতৃত্বে আকবর

স্পোর্টস ডেস্ক    ৪ নভেম্বর ২০২৫, ০৬:২৪ পি.এম.
আকবর আলী-ছবি সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের সিরিজ শেষ হলেও ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় পার করছে যুব ক্রিকেটাররা। এনসিএলে চলছে চারদিনের প্রথম শ্রেণির ক্রিকেট।

দিন দুয়েক পর আকবর আলীর নেতৃত্বে দলটি হংকংয়ে সিক্সসাইড টুর্নামেন্ট খেলতে যাবে। চলতি মাসেই ইমার্জিং ক্রিকেটারদের নিয়ে কাতারে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ রাইজিং স্টারস, যেখানে ডাক পেয়েছেন জাওয়াদ আবরার। এছাড়া চমক হিসেবে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের লেগ স্পিনার স্বাধীন ইসলাম এবং মেহেরব হোসেন অহীন।

এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫ টুর্নামেন্ট ১২ থেকে ২৫ নভেম্বর কাতারের দোহায় অনুষ্ঠিত হবে। এবারের আসরে মোট ৮ দল অংশ নেবে। মূলত ২০২৪ সাল থেকে ‘এ’ দলের খেলা হয়ে আসছিল ইমার্জিং এশিয়া কাপ, যা এবার নাম পরিবর্তন করে হয়েছে রাইজিং স্টারস।

বাংলাদেশ ‘এ’ দল: জিসান আলম, হাবিবুর রহমান সোহান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, আকবর আলী (ক্যাপ্টেন), ইয়াসির আলী চৌধুরী, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রাকিবুল হাসান, এস এম মেহেরব হোসেন, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ, স্বাধীন ইসলাম, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন, মৃত্যুঞ্জয় চৌধুরী।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সালাউদ্দিনের পদত্যাগের পর মুখ খুললেন আশরাফুল
সালাউদ্দিনের পদত্যাগের পর মুখ খুললেন আশরাফুল
বাফুফের প্রাথমিক দল ঘোষণা
বাফুফের প্রাথমিক দল ঘোষণা
ওয়েস্ট ইন্ডিজের প্রথম জয়
ওয়েস্ট ইন্ডিজের প্রথম জয়