“তিস্তা নদীর ভাঙন স্থায়ী বাধ ছাড়া সম্ভব নয়”- মেহনাজ

“তিস্তা নদীর ভাঙন স্থায়ী বাধ ছাড়া সম্ভব নয়। তাই স্থায়ী বাধের পরিকল্পনা করে বাধ নির্মান করতে হবে-মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সাথে এক মতবিনিময় সভায় কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ এসব কথা বলেন।
তিনি বলেন- ‘রাজারহাট বাজারের যানজট আমি দেখেছি এবং জেনেছি। বাইপাস সড়কের জন্য বলা হচ্ছে। ইতোমধ্যে আমাদের প্রশাসন যানজট থেকে নিরসনে কাজ করছে। আমিও রোড এন্ড হাইওয়ের কর্মকর্তাদের সাথে কথা বলবো। আশা করছি শীঘ্রই বিষয়টি নিরসন হবে।’
এছাড়া রাজারহাট উপজেলায় বাল্য বিয়ে নিয়ে তিনি বলেন, ‘আইন প্রয়োগ করে বাল্য বিয়ে বন্ধ করার চেয়ে জনসচেতনতা সৃষ্টি করে বাল্য বিয়ে বন্ধ করা সম্ভব। এর আগে আমি যে এলাকায় ইউএনও হিসেবে ছিলাম সেখানে বাল্য বিয়ে হলে জরিমানা না করে ২/৪দিনের হলেও জেল দিয়েছি। এতে করে ওই এলাকায় অনেকাংশে বাল্য বিয়ে বন্ধ হয়েছিল।’
রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরানের সঞ্চালনায় রাজারহাট উপজেলার বিভিন্ন সমস্যা চিহিৃত করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক এ্যাডভোকেট শফিকুল ইসলাম, জামায়াতের আমীর মাওলানা কপিল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. গোলাম রসুল রাখি, রাজারহাট থানার ওসি(তদন্ত) আব্দুর রহিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী, উপজেলা স্বেচ্ছাসেকক দলের আহবায়ক আনিছুর রহমান লিটন, প্রেসক্লাব রাজারহাট এর সভাপতি আব্দুল কুদ্দুস ও সাংবাদিক আসাদুজ্জামান আসাদ প্রমূখ।
এর আগে জেলা প্রশাসকের কাছে উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান রাজারহাট উপজেলার চিত্র তুলে ধরে বিভিন্ন সমস্যা ও উন্নয়ন মূলক দিক তুলে ধরেন। কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ কুড়িগ্রামের যোগদানের পর এই প্রথম রাজারহাটে এসে মতবিনিময় করেন। উপজেলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন এবং সেই সাথে তিনি সকলের সহযোগীতায় সমাধানের আশ্বাস দেন।
ভিওডি বাংলা/ এমএইচ






