• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিশ্বকাপে রেকর্ড গড়ে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে লরা উলভার্ট

স্পোর্টস ডেস্ক    ৪ নভেম্বর ২০২৫, ০৭:২০ পি.এম.
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট। সংগৃহীত ছবি

সদ্য শেষ হওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আইসিসি র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে উঠেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট। বিশ্বকাপে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়ে তিনি পেছনে ফেলেছেন ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা ও অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যাশলে গার্ডনারকে।

মঙ্গলবার (৪ নভেম্বর) ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি নারী ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে।

সেখানে দেখা যায়, বিশ্বকাপে ৯ ম্যাচের ৯ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে মোট ৫৭১ রান করেন উলভার্ট। নারী ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে এটি এক আসরে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট।

সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১৬৯ রান ও ফাইনালে ভারতের বিপক্ষে ১০১ রানের ইনিংস খেলে উলভার্ট দলকে এগিয়ে নেন। তার এই ধারাবাহিক পারফরম্যান্সের ফলে তিনি দুই ধাপ এগিয়ে আইসিসি র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকার শীর্ষে উঠেছেন। বর্তমানে তার রেটিং ৮১৪।

দ্বিতীয় স্থানে নেমে গেছেন ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা। তার রেটিং ৮১১, অর্থাৎ উলভার্টের চেয়ে মাত্র তিন পয়েন্ট কম। অন্যদিকে অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার র‌্যাঙ্কিংয়ে ৭৩৮ রেটিংসহ তৃতীয় স্থানে নেমে গেছেন।

অস্ট্রেলিয়ার এলিসা পেরি তিন ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠেছেন। তার রেটিং ৬৬৯, যা নিউজিল্যান্ডের সোফি ডিভাইনের সমান। অন্যদিকে ভারতের জেমিমা রদ্রিগেজ নয় ধাপ এগিয়ে দশম স্থানে জায়গা করে নিয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে তার ১২৭ রানের ইনিংস ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৭৪৭ রেটিং নিয়ে শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন। দুই ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন দক্ষিণ আফ্রিকার মারিজান কাপ। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সালাউদ্দিনের পদত্যাগের পর মুখ খুললেন আশরাফুল
সালাউদ্দিনের পদত্যাগের পর মুখ খুললেন আশরাফুল
বাফুফের প্রাথমিক দল ঘোষণা
বাফুফের প্রাথমিক দল ঘোষণা
ওয়েস্ট ইন্ডিজের প্রথম জয়
ওয়েস্ট ইন্ডিজের প্রথম জয়