‘হ্যান্ডশেক’ প্রতীকে নিবন্ধন পেল রফিকুল আমীনের দল

‘হ্যান্ডশেক’ প্রতীকে ইসির নিবন্ধন পেল ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের দল বাংলাদেশ আম জনগণ পার্টি। এখন কারো দাবি-আপত্তি না থাকলে নিবন্ধন সনদ দেওয়া হবে দলটিকে।
মঙ্গলবার (০৪ নভেম্বর) বিকেলে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ দলটির সঙ্গে আরো দুটি দলের নিবন্ধন দেওয়ার ঘোষণা দেন।
এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ আম জনগণ পার্টি’কে আরপিওয়ের আলোকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য দলের আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন এবং সদস্য সচিব ফাতিমা তাসনিম নির্বাচন কমিশনের নিকট একটি দরখাস্ত পেশ করেছেন। তাদের চাওয়া প্রতীক ‘হ্যান্ডশেক’।
এতে বলা হয়েছে, রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে কারো কোন আপত্তি থাকলে প্রয়োজনীয় দলিলাদিসহ তার কারণ উল্লেখ করে আগামী ১২ নভেম্বরের মধ্যে ইসির সিনিয়র সচিবের কাছে লিখিতভাবে জানাতে হবে।
বিফ্রিংয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকেও (মার্কসবাদী) নিবন্ধন দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। এনসিপিকে প্রতীক হিসাবে দেওয়া হয়েছে ‘শাপলা কলি’ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিকে (মার্কসবাদী) দেওয়া হয়েছে ‘কাঁচি’।
এ দুই দলেরও নিবন্ধন নিয়ে আপত্তি আহ্বান করা হয়েছে।
আইন অনুযায়ী, পরবর্তী প্রক্রিয়ায় দাবি আপত্তি আহ্বান করে বিজ্ঞপ্তি দেবে ইসি। এতে কোনো আপত্তি না এলে বা আপত্তি এলে তা নিষ্পত্তির পর সনদ দেবে নির্বাচন কমিশন।
ভিওডি বাংলা/ এমএইচ




