• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কোনাবাড়ীতে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড

কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি    ৫ নভেম্বর ২০২৫, ১০:২৪ এ.এম.
গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন-সংগৃহীত ছবি

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিস সকাল সাড়ে ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে। 

বুধবার (৫ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে মহানগরীর আমবাগ বাবুর্চি মোড় এলাকায় এ আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সহায়তায় আরও দুটি ইউনিট গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিস থেকে যোগ দেয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে।

কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, “মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিকাদান লক্ষ্য অর্জনে জনসচেতনতা বাড়াতে হবে: বিভাগীয় কমিশনার
টিকাদান লক্ষ্য অর্জনে জনসচেতনতা বাড়াতে হবে: বিভাগীয় কমিশনার
কামারখন্দে রোহিঙ্গাকে নাগরিক সনদ দেওয়ায় চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত
কামারখন্দে রোহিঙ্গাকে নাগরিক সনদ দেওয়ায় চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত
ভূমিদস্যুর দ্রুত বিচার দাবি
ভূমিদস্যুর দ্রুত বিচার দাবি