ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, সরিষা, সূর্যমুখী (উফশি), সূর্যমুখী (হাইব্রিড), চিনাবাদাম, পেঁয়াজ, মুগ, মসুর, খেসারি ও অড়হড় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ২৮৭৫ জন কৃষকদের মাঝে বিনামূল্যে ও
বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সকাল দশটায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে কৃষি অফিস চত্বরে এর উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম, এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, উপসহকারী কৃষি কর্মকর্তা আবু হোসেন, আশরাফুল হক, লাইজু বেগম সহ আরো অনেকে।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম কৃষকদের উদ্দেশ্যে বলেন, সরকার কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দিচ্ছেন সেগুলোকে সঠিকভাবে কাজে লাগিয়ে ফসলের উৎপাদন বাড়াতে হবে।
ভিওডি বাংলা/ এমএইচ







