• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মামদানিকে শুভেচ্ছা জানালেন বলিউড তারকারা

বিনোদন ডেস্ক    ৫ নভেম্বর ২০২৫, ০৪:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটির নতুন মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো মুসলমান ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নেতা শহরটির মেয়র নির্বাচিত হলেন। মাত্র ৩৪ বছর বয়সে নিউইয়র্কের সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে ইতিহাস গড়েছেন তিনি। মামদানির এই বিজয়ে সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে বলিউডের তারকারাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। খবর এনডিটিভির।

ফিল্ম নির্মাতা জোয়া আখতার ইনস্টাগ্রাম স্টোরিতে জোহরানের বিজয়ের খবর শেয়ার করে লিখেছেন, ‘জোহরান মামদানি ৩৪ বছর বয়সে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন। জোহরান, তুমি কী অসাধারণ!’—এর সঙ্গে তিনি হার্ট ও ফায়ারওয়ার্কস ইমোজি যুক্ত করেন। এছাড়া জোহরানের মা ও খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারকে ট্যাগ করেন, যিনি পরে সেই পোস্টটি নিজের স্টোরিতে শেয়ার করেন।

পরিচালক হানসল মেহতা এক্স (পূর্বে টুইটার)-এ লিখেছেন, ‘জোহরান মামদানির বিজয় শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি একটি নৈতিক মুহূর্ত। এমন সময়ে যখন রাজনীতি প্রায়ই নিঃসঙ্গ হয়ে পড়ে, তার জয় আমাদের মনে করিয়ে দেয়—শ্রদ্ধা, সহানুভূতি ও দৃঢ় বিশ্বাস এখনও গুরুত্বপূর্ণ।’

অভিনেতা নেমিত দাস ইনস্টাগ্রামে জোহরানের সঙ্গে নিজের পুরনো ছবি শেয়ার করে লেখেন, ‘আমি সাধারণত পরিচিত বন্ধুদের নিয়ে পোস্ট করি না, কিন্তু এটি একেবারেই ব্যক্তিগত বিজয় মনে হচ্ছে।’

অভিনেত্রী শাবানা আজমি ফেসবুকে লিখেছেন, ‘জোহরান মামদানি জিতেছেন! আমি অত্যন্ত আনন্দিত। তিনি কেমন মানুষ এবং সামাজিক ন্যায়ের যে আশা তিনি বহন করেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।’

এছাড়া সোনাম কাপুর, আদিতি রাও হায়দারি ও সাবা পাটৌদি-ও জোহরান মামদানিকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

জোহরান মামদানি উগান্ডায় জন্মগ্রহণ করেন। তিনি বিশিষ্ট ইতিহাসবিদ মাহমুদ মামদানি ও চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের পুত্র। ডেমোক্র্যাটিক পার্টির প্রগতিশীল শাখার প্রার্থী হিসেবে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো ও রিপাবলিকান কুরটিস স্লিওয়াকে পরাজিত করে তিনি এই ঐতিহাসিক জয় অর্জন করেন, যা নিউইয়র্কের রাজনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনেক বড় প্রজেক্টে আসছি: তানজিন তিশা
অনেক বড় প্রজেক্টে আসছি: তানজিন তিশা
ওজন নিয়ে কটাক্ষের জবাব দিলেন সোনাক্ষী সিনহা
ওজন নিয়ে কটাক্ষের জবাব দিলেন সোনাক্ষী সিনহা
রাজকীয় আয়োজনে শাহরুখ এর ‘কিং’
রাজকীয় আয়োজনে শাহরুখ এর ‘কিং’