অতিরিক্ত ব্যস্ততায় শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজে নেই বাংলাদেশ

আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে শ্রীলঙ্কা সফরে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শেষ পর্যন্ত সেই সিরিজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, “না, আমরা শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছি না। হচ্ছে না ওইটা।” এর প্রধান কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন ক্রিকেটারদের অতিরিক্ত ব্যস্ততা ও বিশ্রামের প্রয়োজন।
সম্প্রতি টানা ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ করেছে বাংলাদেশ। এরপর ১১ নভেম্বর থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে শুরু হবে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ। এর পরপরই ১৯ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিসিবির মতে, বিপিএল দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি যথেষ্ট হবে।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পরিকল্পনা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) আয়োজন করা। তবে আইসিসির শর্ত পূরণে জটিলতার কারণে তা স্থগিত হয়ে যায়। এরপর শ্রীলঙ্কা বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চেষ্টা করলেও শেষ পর্যন্ত বাংলাদেশ সরে দাঁড়ায়।
এর ফলে ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কায় ওই টুর্নামেন্টটি এখন কেবল পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত হবে। অন্যদিকে বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ ও বিপিএল দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি চালিয়ে যাবে।
ভিওডি বাংলা/জা







