• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাদারীপুর-১ আসনে মনোনয়ন স্থগিত করায় বিক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি    ৫ নভেম্বর ২০২৫, ০৫:০৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত দলীয় প্রার্থী কামাল জামান মোল্লার নাম স্থগিত করায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে তার কর্মী সমর্থকরা। বুধবার (৫ নভেম্বর) সকালে শিবচরে ৭১ সড়কে এই বিক্ষোভ মিছিল করে তাঁরা। পড়ে সড়কে বসে প্রতিবাদ সভা করেন। 

এসময় তাদের নেতার স্থগিত হওয়া মনোনয়ন অবিলম্বে ফিরিয়ে দেয়ার আহ্বান জানান সমর্থকেরা। নইলে এর চেয়েও বড় আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুশিয়ারি দেন। এ সময় মিছিল থেকে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন তাঁরা। 

এর আগে গত সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনের দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। এর মধ্যে মাদারীপুর-১ (শিবচর উপজেলা) কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয়। 

এরপর মঙ্গলবার (৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অনিবার্য কারণ দেখিয়ে কামাল জামান মোল্লার নাম স্থগিত রাখা হয়।
 
ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরাইল জমি বিক্রি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ১৩
সরাইল জমি বিক্রি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ১৩
কৃষকের সার সংকটে ভাঙ্গুড়ায় বিক্ষোভ
কৃষকের সার সংকটে ভাঙ্গুড়ায় বিক্ষোভ
নেত্রকোণা দূর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান গ্রেপ্তার
নেত্রকোণা দূর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান গ্রেপ্তার