‘দি ফ্লো ফেস্ট ঢাকা ২০২৫’–নীরোগতা ও সংযোগের উৎসব

ঢাকায় আবারও বসতে যাচ্ছে নীরোগতার উৎসব ‘দি ফ্লো ফেস্ট ঢাকা ২০২৫’। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) আয়োজিত এই তিন দিনের উৎসব অনুষ্ঠিত হবে ৬ থেকে ৮ নভেম্বর, গুলশান-২ এর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে।
উৎসবে থাকছে ১০০টিরও বেশি সেশন ও ১৫০টিরও বেশি সচেতন ব্র্যান্ড, যা একসাথে উপস্থাপন করবে আন্দোলন, মননশীলতা, সঙ্গীত ও কমিউনিটি সংযোগের এক অনন্য মেলবন্ধন।
তিন দিনের এই উৎসবে থাকবে ভোরবেলার পার্ক রান ও থ্রাইভ চ্যারিটি ওয়াকাথন, সূর্যোদয় যোগ, শ্বাস-প্রশ্বাস কর্মশালা, সৃজনশীল ওয়ার্কশপ এবং বিভিন্ন পারফরম্যান্স স্টেজ। মূল বার্তা: সহায়তা চাওয়া দুর্বলতা নয়, সাহসিকতা এবং আরোগ্য আসে সংযোগের মাধ্যমে, একাকীত্বের মাধ্যমে নয়।
এই বছরের বিশেষ আকর্ষণ হলো বিখ্যাত লেখক স্যাম ড্যালরিম্পল-এর নতুন বই ‘Shattered Lands’ প্রকাশ। অংশগ্রহণকারীরা লেখকের সঙ্গে সাক্ষাৎ, প্রশ্নোত্তর সেশন এবং বই স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।
এছাড়া উৎসবের ইকো মার্কেটপ্লেসে প্রদর্শিত হবে টেকসই খাদ্য, ওয়েলনেস প্রোডাক্ট ও লাইফস্টাইল ব্র্যান্ড। সন্ধ্যাকালীন কর্মসূচিতে থাকবে লাইভ মিউজিক, ওপেন মাইক পারফরম্যান্স এবং ‘Battle of 9 University Bands’, যা পার্কের সবুজ প্রাঙ্গণকে ভরিয়ে তুলবে শক্তি, সৃজনশীলতা ও কমিউনিটি স্পিরিটে।
উৎসব শিক্ষার্থী, পরিবার ও পেশাজীবীদের জন্য সমানভাবে উন্মুক্ত। অংশগ্রহণ করে শেখা যাবে কীভাবে দৈনন্দিন জীবনে ভারসাম্য, ইতিবাচকতা ও আত্মশক্তি ফিরিয়ে আনা যায়—ঘরে, কর্মস্থলে এবং সমাজে।
রেজিস্ট্রেশন: উৎসবে অংশ নিতে বিনামূল্যে রেজিস্ট্রেশন করা যাবে [এই লিংক থেকে]। www.theflowfest.com/dhaka Copied from: https://rtvonline.com/
ভিওডি বাংলা/জা







