গৌরীপুরে বিপ্লব ও সংহতি দিবস পালন

ময়মনসিংহের গৌরীপুরে বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচন পরিচালনার লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নেক্সাস রেস্টুরেন্ট পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
কালিপুর নেক্সাস রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে ৫ নভেম্বর বেলা ৩টায় গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজনে সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক রমজান হোসেন খান জুয়েল। পরিচালনা করেন বিএনপি নেতা আনোয়ার হোসেন কামাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুল ইসলাম খান শহীদ।
সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মোফাক্কারুল হোসেন জাহাঙ্গীর, শফিকুল ইসলাম তালুকদার, কৃষকদল নেতা সাইফুল ইসলাম মিলন, বিএনপি নেতা আব্দুল্লাহ, আব্দুর রহমান বাবুল, আনোয়ার হোসেন কামাল, মেহেদী হাসান রতন, পৌর যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন সরকার, বেগ ফারুক আহাম্মেদ, জয়নাল আবেদীন খোকন, যুবদল নেতা মাহফুজুর রহমান মাফুজ, শাহওয়াবায়দুল সুমন, যুবনেতা শহীদুল্লাহ শহীদ, শহীদুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদল নেতা শোয়েব মুন্সী, পৌর কৃষকদল সভাপতি শাহী মুন্সী, কৃষকদল উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী এনামুল হক, মিজানুর রহমান, শাহাদত হোসেন, যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন বাচ্চু, যুবদল নেতা ও মৎস্য বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ।
বক্তারা বলেন, বিপ্লব ও সংহতি দিবস গণতন্ত্র, ভোটের অধিকার ও জনগণের স্বাধীনতার প্রতীক। তাই ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার আহ্বান জানান তারা।
সভা শেষে আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনী পরিকল্পনায় উপস্থিত নেতাকর্মীদের সম্পৃক্ত করে বিভিন্ন আলোচনা করা হয়।
ভিওডি বাংলা/ এমএইচ






