• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিচারপতি খুরশীদ আলমকে অপসারণ

আদালত প্রতিবেদক    ৫ নভেম্বর ২০২৫, ০৭:২৪ পি.এম.
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খুরশীদ আলম সরকার। ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খুরশীদ আলম সরকারকে অপসারণ করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) আইন মন্ত্রণালয় থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতি সংবিধানের পুনর্বহালকৃত অনুচ্ছেদ ৯৬-এর দফা (৬)-এর বিধান অনুযায়ী তাঁকে অপসারণ করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্তে হাইকোর্ট বিভাগের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার তাঁর পদের দায়িত্ব সঠিকভাবে পালনে অযোগ্য হয়ে পড়েছেন বিধায় রাষ্ট্রপতি সংবিধানের পুনর্বহালকৃত অনুচ্ছেদ ৯৬-এর দফা (৬)-এর বিধান অনুযায়ী তাঁকে অপসারণ করেছেন।

ভিওডি বাংলা/ এমএইচপি/ এম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লতিফ সিদ্দিকীকে সন্ত্রাসবিরোধী মামলায় হাইকোর্টে জামিন
লতিফ সিদ্দিকীকে সন্ত্রাসবিরোধী মামলায় হাইকোর্টে জামিন
গণতন্ত্র সুসংহত করতে নেয়া পদক্ষেপ সংবিধানের কাঠামো পরিপন্থি নয়
গণতন্ত্র সুসংহত করতে নেয়া পদক্ষেপ সংবিধানের কাঠামো পরিপন্থি নয়
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল বিভাগে বিএনপির আরজি
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল বিভাগে বিএনপির আরজি