ওয়েস্ট ইন্ডিজের প্রথম জয়

অবসরের পর কেন উইলিয়ামসন যুগের ইতি টেনে নিউজিল্যান্ড ক্রিকেটে শুরু হয়েছিল নতুন অধ্যায়। তবে সেই নতুন সূচনা সুখকর হলো না—অকল্যান্ডে শুরু হওয়া পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই ৭ রানে হেরে যায় কিউইরা।
বুধবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত ম্যাচে শেষ দিকে দুর্দান্ত লড়াই করেও দলকে জয়ের বন্দরে নিতে পারেননি স্বাগতিক অধিনায়ক মিচেল স্যান্টনার।
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন স্যান্টনার। ওপেনার ফিন অ্যালেন, উইকেটকিপার টিম সেইফার্ট ও পেসার লকি ফার্গুসনকে ছাড়াই মাঠে নামে কিউইরা।
আগে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে ১৬৪ রান তোলে। দলের পক্ষে অধিনায়ক শাই হোপ ৩৯ বলে ৫৩ রান করেন, যার ইনিংসে ছিল ৪ চার ও ৩ ছয়। তাকে যোগ্য সহায়তা দেন রভম্যান পাওয়েল (২৩ বলে ৩৩) ও রোস্টন চেজ (২৮ রান)।
নিউজিল্যান্ডের হয়ে জ্যাকব ডাফি ও জ্যাক ফোকস নেন দুটি করে উইকেট।
১৬৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৭তম ওভারে ১০৭ রানে ৯ উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর অধিনায়ক স্যান্টনার একাই চালান ব্যাটিং ঝড়।
১৮তম ওভারে ৪ চার ও এক ছয়ে ২৩ রান তোলেন তিনি, পরের ওভারে জেসন হোল্ডারকে টানা তিন চার মারেন। কিন্তু শেষ পর্যন্ত জয়ের দেখা পাননি। ইনিংসের দুই বল বাকি থাকতে পৌঁছান হাফ সেঞ্চুরিতে।
২৮ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন স্যান্টনার, যেখানে ছিল ৮ চার ও ২ ছয়। দশম উইকেটে জ্যাকব ডাফির সঙ্গে ৫০ রানের রেকর্ড জুটি গড়েন তিনি। নিউজিল্যান্ডের ইনিংস শেষ হয় ৯ উইকেটে ১৫৭ রানে।
অবশেষে ১২ বারের চেষ্টায় নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টি–টোয়েন্টি জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ১১ ম্যাচে তাদের একমাত্র জয় এসেছিল সুপার ওভারে।
নিউজিল্যান্ডের হয়ে টিম রবিনসন ২৭ ও রাচিন রবীন্দ্র ২১ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের জেইডেন সিলস ও রোস্টন চেজ তিনটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৬৪/৬ (হোপ ৫৩, পাওয়েল ৩৩, চেজ ২৮; ডাফি ২/১৯, ফোকস ২/৩৫)
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৫৭/৯ (স্যান্টনার ৫৫*, রবিনসন ২৭, রবীন্দ্র ২১; চেজ ৩/২৬, সিলস ৩/৩২)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৭ রানে জয়ী।
ম্যাচসেরা: রোস্টন চেজ
সিরিজ: পাঁচ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১-০–তে এগিয়ে।
ভিওডি বাংলা/ আরিফ







