ড. জিয়াউদ্দিন হায়দারের সঙ্গে ইলেন ভুট্টোর সৌজন্য সাক্ষাৎ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্প্রতি মনোনয়ন প্রাপ্ত বিএনপির ঝালকাঠি-২ আসনের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো চেয়ারপারসনের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (৫ নভেম্বর) ঢাকার উত্তরার বাসায় এ সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে তারা ঝালকাঠি-২ আসনের নির্বাচনী পরিস্থিতি ও প্রচারণা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
ইলেন ভুট্টো বলেন, আমি গত ৫ নভেম্বর জিয়াউদ্দিন হায়দার ভাইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। সেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ঝালকাঠি-২ আসনের প্রচার ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ, শুক্রবার আমি এলাকায় যাচ্ছি এবং ধানের শীষের পক্ষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে বিএনপি নেতাকর্মীসহ সবার সঙ্গে সমন্বয় করে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাই একসঙ্গে কাজ করব। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে শক্তিশালী প্রচারণা চালানো হবে।
অন্যদিকে, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঝালকাঠির সন্তান ডা. জিয়াউদ্দিন হায়দার ইলেন ভুট্টোকে মনোনয়ন পাওয়ায় অভিনন্দন জানিয়ে বলেন, এখনই মাঠে নামার সময়। বিএনপি একটি পরিবার। অতীতে যদি কারও সঙ্গে কোনও ভুল বোঝাবুঝি থেকেও থাকে, সেটি ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের প্রচারণা করতে হবে, ধানের শীষের প্রচারণা করতে হবে - কোনও ব্যক্তির নয়, দলের বিজয়ের লক্ষ্যেই সবাইকে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, যদি কেউ দলের স্বার্থের পরিপন্থী কাজ করে বা বিভেদ সৃষ্টি করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চেয়ারপারসনের উপদেষ্টা ও ঝালকাঠির সন্তান হিসেবে দলকে বিজয়ী করতে আমি সর্বোচ্চ সহযোগিতা করব।
ভিওডি বাংলা/ এমএইচ






