• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সালাউদ্দিনের পদত্যাগের পর মুখ খুললেন আশরাফুল

স্পোর্টস ডেস্ক    ৬ নভেম্বর ২০২৫, ১১:১৮ এ.এম.
মোহাম্মদ সালাউদ্দিন-মোহাম্মদ আশরাফুল-ছবি সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব থেকে মাত্র এক বছর পরই পদত্যাগ করেছেন মোহাম্মদ সালাউদ্দিন। ব্যক্তিগত কারণ দেখিয়ে বিসিবিকে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর ঠিক আগের দিনই আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পান সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ফলে দুইজনের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়।

এই প্রসঙ্গে আশরাফুল জানালেন, সালাউদ্দিনের সঙ্গে তার সম্পর্ক সবসময়ই ভালো। ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “সবার সঙ্গেই আমার ভালো সম্পর্ক। সালাউদ্দিন ভাইয়ের সঙ্গেও সম্পর্ক ভালো। আমি যখন অধিনায়ক ছিলাম তখনও তিনি কোচিং করেছেন। তাই যেভাবে ভাবা হচ্ছে, তেমন কিছু নয়।” 

গত বছরের ৫ নভেম্বর সহকারী কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সালাউদ্দিন। তার সময়ে ব্যাটিং পারফরম্যান্স ধারাবাহিক ছিল না জাতীয় দলের। ঠিক এমন সময়েই ব্যাটিং বিভাগে পরিবর্তন এনে বিশেষজ্ঞ কোচ হিসেবে যুক্ত হলো আশরাফুল। ১১ বছর পর ভিন্ন ভূমিকায় জাতীয় দলের ড্রেসিংরুমে ফিরতে পেরে তিনি উৎসাহী।

আশরাফুল বলেন, “ক্রিকেট ছাড়ার পর থেকেই কোচিং করার পরিকল্পনা করেছি। আবারও বাংলাদেশের ড্রেসিংরুমে ফিরতে পেরে খুব ভালো লাগছে। খেলোয়াড়দের সঙ্গে আমার অভিজ্ঞতা ভাগ করে নিতে চাই।”

ব্যাটিং কৌশল বদলানোর বদলে মানসিক দৃঢ়তার ওপর বেশি গুরুত্ব দেবেন বলে জানান তিনি।

“চন্দরপল ভিন্ন স্ট্যান্সে ব্যাট করেও হাজার হাজার রান করেছেন। তাই বড় পরিবর্তন নয়-ক্রিকেটারদের মানসিকভাবে শক্ত হতে হবে। মানসিক স্থিরতা থাকলে পারফরম্যান্স স্বাভাবিকভাবেই আসবে।”

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাফুফের প্রাথমিক দল ঘোষণা
বাফুফের প্রাথমিক দল ঘোষণা
ওয়েস্ট ইন্ডিজের প্রথম জয়
ওয়েস্ট ইন্ডিজের প্রথম জয়
অতিরিক্ত ব্যস্ততায় শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজে নেই বাংলাদেশ
অতিরিক্ত ব্যস্ততায় শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজে নেই বাংলাদেশ