• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

লতিফ সিদ্দিকীকে সন্ত্রাসবিরোধী মামলায় হাইকোর্টে জামিন

নিজস্ব প্রতিবেদক    ৬ নভেম্বর ২০২৫, ১২:০৫ পি.এম.
আব্দুল লতিফ সিদ্দিকীকে সন্ত্রাসবিরোধী মামলায় জামিন-ছবি সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে হাইকোর্ট জামিন দিয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ তার জামিন মঞ্জুর করে আদেশ দেন। বিষয়টি সহকারি অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল নিশ্চিত করেছেন।

এর আগে ২৯ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটরিয়ামে ‘মঞ্চ ৭১’ ব্যানারে অনুষ্ঠিত একটি গোলটেবিল বৈঠকে অংশ নেওয়ার অভিযোগে লতিফ সিদ্দিকী ও আরও ১৫ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছিল। বৈঠকে সাবেক মন্ত্রী allegedly দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন বলে পুলিশ অভিযোগ করেছে।

মামলার অন্যান্য আসামিরা হলেন: মো. আব্দুল্লাহ আল আমিন, মঞ্জুরুল আলম, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মো. মহিউল ইসলাম (বাবু), মো. জাকির হোসেন, মো. তৌছিফুল বারী খাঁন, মো. আমির হোসেন সুমন, মো. আল আমিন, মো. নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, মো. শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহম্মদ আলী ও মো. আব্দুল্লাহীল কাইয়ুম।

মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক তৌফিক হাসান আসামিদের কারাগারে রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত লতিফ সিদ্দিকীর জামিন মঞ্জুর করেন।

পুলিশ জানায়, ‘মঞ্চ ৭১’ নামের এই সংগঠন ৫ আগস্ট আত্মপ্রকাশ করেছিল এবং এর লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির ষড়যন্ত্র প্রতিহত করা। তবে অভিযোগ, এই প্ল্যাটফর্ম ব্যবহার করে সরকার উৎখাতের ষড়যন্ত্র করা হচ্ছিল।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণতন্ত্র সুসংহত করতে নেয়া পদক্ষেপ সংবিধানের কাঠামো পরিপন্থি নয়
গণতন্ত্র সুসংহত করতে নেয়া পদক্ষেপ সংবিধানের কাঠামো পরিপন্থি নয়
বিচারপতি খুরশীদ আলমকে অপসারণ
বিচারপতি খুরশীদ আলমকে অপসারণ
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল বিভাগে বিএনপির আরজি
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল বিভাগে বিএনপির আরজি