• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক    ৬ নভেম্বর ২০২৫, ০২:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকার আদালতে জুলাইযোদ্ধা জাহাঙ্গীর আলম নিজে বাদী হয়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুজ্জামানের আদালতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে এই মামলা করেন। 

আদালত মামলাটি গ্রহণ করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।  

আসামিরা হলেন- ফাউন্ডেশনের সিনিয়র ভেরিফিকেশন অফিসার ইফতেখার হোসেন, কর্মকর্তা সাইদুর রহমান শাহিদ, সাগর, আফজালুর রহমান সায়েম, ফাতেমা আফরিন পায়েল, আলিফ, জাহিদ, মেহেদী হাসান প্রিন্স, এক্সিকিউটিভ মেম্বার সাবরিনা আফরোজ শ্রাবন্তী ও সোনিয়া আক্তার লুবনা।

অভিযোগে বলা হয়েছে, পরে আসামিরা জুলাই ফাউন্ডেশনে একটি আলোবিহীন কক্ষে নিয়ে যান। সেখানে নিয়ে তাকে মারধর শুরু করেন। এসময় এলোপাথারি জিআই পাইপ দিয়ে সজোরে তার মাথা বরাবর আঘাত করা হয়। এতে ভুক্তভোগী জাহাঙ্গীর অজ্ঞান হয়ে যান। দীর্ঘ সময়ের পর জ্ঞান ফিরে এলে আসামিরা ফের তাকে মারধর শুরু করেন। 

জাহাঙ্গীরকে ভুয়া জুলাই যোদ্ধা দাবি করার জন্য চাপ দেওয়া হয়, মোবাইল কেড়ে নেওয়া হয় এবং ফেসবুক পোস্ট ও ছবি দেখে তাকে কিল ঘুষি মারা হয়। আসামিরা জানতে চেয়েছিলেন, বিএনপি নেতার সঙ্গে তার ছবির কারণ। এছাড়া জোরপূর্বক ডান হাতে ইনজেকশন দেওয়া হয়। পরে জাহাঙ্গীরকে অচেতন অবস্থায় রাস্তায় ফেলে দেওয়া হয় এবং তিনি নারায়ণগঞ্জ খানপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণতন্ত্র সুসংহত করতে নেয়া পদক্ষেপ সংবিধানের কাঠামো পরিপন্থি নয়
গণতন্ত্র সুসংহত করতে নেয়া পদক্ষেপ সংবিধানের কাঠামো পরিপন্থি নয়
বিচারপতি খুরশীদ আলমকে অপসারণ
বিচারপতি খুরশীদ আলমকে অপসারণ
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল বিভাগে বিএনপির আরজি
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল বিভাগে বিএনপির আরজি