চ্যাম্পিয়নস লিগ
দাপুটে জয় ম্যানসিটির, নাটকীয় ড্র বার্সার

চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে পেপ গার্দিওলার দল ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে।
দারুণ ছন্দে থাকা ফিল ফোডেন করেছেন জোড়া গোল (২২ ও ৫৭ মিনিটে)। দলের হয়ে বাকি দুটি গোল করেন আর্লিং হাল্যান্ড (২৯ মিনিট) ও রায়ান শেরকি (৯০+১ মিনিটে)।
ডর্টমুন্ডের হয়ে একমাত্র সান্ত্বনার গোলটি আসে ৭২ মিনিটে, করেন ভ্যালডেমার অ্যান্টন।
এই জয়ে চ্যাম্পিয়নস লিগে অপরাজেয় ধারাবাহিকতা আরও দীর্ঘায়িত করেছে সিটি।
চার ম্যাচ শেষে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে তারা আছে চতুর্থ স্থানে। শীর্ষে রয়েছে বায়ার্ন মিউনিখ (১২ পয়েন্ট)। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে আর্সেনাল ও ইন্টার মিলান।

নাটকীয় ড্রয়ে রক্ষা বার্সেলোনার
রাতের আরেক ম্যাচে বেলজিয়ান ক্লাব ক্লাব ব্রুগার মাঠে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা।
তিনবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত পয়েন্ট বাঁচায় জাভির শিষ্যরা।
ম্যাচের ষষ্ঠ মিনিটে ট্রেসোলদির গোলে এগিয়ে যায় ব্রুগা। দুই মিনিট পরই ফেরান তোরেস সমতা ফেরান। ১৭ মিনিটে কার্লোস ফোর্বস আবার লিড এনে দেন ব্রুগাকে। ৬১ মিনিটে ইয়ামাল বার্সাকে সমতায় ফেরালেও, দুই মিনিট পর ফোর্বস দ্বিতীয় গোল করলে আবারও এগিয়ে যায় ব্রুগা।
৭৭ মিনিটে ইয়ামালের ক্রসে ভুল করে নিজ জালে বল পাঠিয়ে বসেন জোলিস, স্কোর হয় ৩-৩।
ইনজুরি টাইমে জয়সূচক গোল পেলেও, ভিএআরের সিদ্ধান্তে ফাউলের কারণে তা বাতিল হয়।
অন্যান্য ম্যাচের ফলাফল
ইন্টার মিলান ২-১ গোলে, আতালান্তা ১-০ গোলে জয় পায়।
বায়ার লেভারকুসেন ১-০ গোলে বেনফিকাকে হারিয়ে প্রথম জয় তুলে নেয়।
চেলসি আজারবাইজানের কারাবাগ এফকের বিপক্ষে ২-২ গোলে ড্র করে।
অন্যদিকে, অ্যাথলেতিক বিলবাও ০-২ গোলে হেরেছে নিউক্যাসলের কাছে।
ভিওডি বাংলা/ আরিফ







