তিন ঘণ্টা অপেক্ষার পর মঞ্চে মাধুরী, ক্ষুব্ধ দর্শকরা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্প্রতি কানাডায় একটি অনুষ্ঠানে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর মঞ্চে ওঠায় ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। এতে অনুষ্ঠানস্থলে দেখা দেয় চরম বিশৃঙ্খলা।
দর্শকদের অভিযোগ, নির্ধারিত সময় অনুযায়ী শো শুরু হওয়ার কথা থাকলেও মাধুরীর আগমন বিলম্বিত হয় বারবার। শেষ পর্যন্ত তিনি মঞ্চে ওঠেন প্রায় তিন ঘণ্টা পরে। আয়োজকরা এই বিলম্বের দায় অভিনেত্রীর দলের ওপর চাপালেও, দর্শকের ক্ষোভের মুখে পড়তে হয় মাধুরীকেই।
অনুষ্ঠান শেষে অনেক দর্শক সামাজিক মাধ্যমে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। কিন্তু মাধুরী বিতর্ক নিয়ে কোনো মন্তব্য না করে উল্টো টরন্টোবাসীকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।

তিনি লেখেন, ‘টরন্টো থেকে ভালোবাসা পেয়েছি। ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানের পর এবার যাচ্ছি নিউ জার্সি, শিকাগো ও নিউ ইয়র্কে।’
এই পোস্ট ঘিরেই শুরু হয় নতুন সমালোচনা। অনেক নেটিজেনের মতে, মাধুরী ইচ্ছাকৃতভাবে বিতর্ক থেকে দৃষ্টি সরাতে এই পোস্ট করেছেন। কেউ কেউ মন্তব্য করেন, “শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন অভিনেত্রী।”
এছাড়া ‘মিট অ্যান্ড গ্রিট’ শব্দবন্ধ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন দর্শকরা। তাদের দাবি, প্রায় চল্লিশ হাজার টাকা দিয়ে তারা অভিনেত্রীর নাচের পারফরম্যান্স দেখতে গিয়েছিলেন, কোনো সাক্ষাৎ বা আলাপচারিতা নয়। ফলে মাধুরীর এমন বর্ণনাকে তারা “মিথ্যা প্রচার” হিসেবে দেখছেন।
এ ঘটনায় মাধুরী দীক্ষিত বা তার দল এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
ভিওডি বাংলা/ আ







