• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গোদাগাড়ীতে কিশোর হত্যার পলাতক আসামি কলিম গ্রেফতার

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি    ৬ নভেম্বর ২০২৫, ০৫:০০ পি.এম.
চাঞ্চল্যকর কিশোর হত্যা মামলার পলাতক আসামি কলিমকে গ্রেফতার-ছবি-ভিওডি বাংলা

রাজশাহীর গোদাগাড়ীতে 'প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে কিশোর খুন' শীর্ষক চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি কলিম‘কে গ্রেফতার করেছে র‌্যাব-৫

র‌্যাব-৫ এর মিডিয়া সেল জানায়, ০৪ নভেম্বর ২০২৫, বিকাল ৪:৩০ মিনিটে রাজশাহীর গোদাগাড়ী থানার রাজাবাড়ী হাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কলিমকে আটক করা হয়। অভিযুক্ত কলিম গোদাগাড়ীর হাজিবান্দুড়িয়া গ্রামের কাজিমুদ্দিনের ছেলে। 

জানা যায়, ১৪ বছরের এক কিশোরীর সঙ্গে ফেসবুকে প্রেমের সম্পর্কের সূত্র ধরে গত ২০ অক্টোবর ২০২৫ রাতে দেখা করতে যায় কিশোর শিহাব শেখ। এ সময় গোদাগাড়ীর হাজিবান্দুড়িয়া মোড়ে ৮ জন নামধারী ও ৮/৯ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত ওঁৎ পেতে থেকে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে তার ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে শিহাব পাশের পুকুরে ঝাঁপ দিলেও দুর্বৃত্তরা তাকে নির্মমভাবে রক্তাক্ত করে ফেলে রেখে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে ভর্তি করায়। চিকিৎসাধীন অবস্থায় ০১ নভেম্বর ২০২৫ দুপুর ১২:১০ মিনিটে তার মৃত্যু হয়।

ঘটনাটি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করলে পুলিশ ও অন্যান্য বাহিনীর পাশাপাশি র‌্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে। নজরদারি জোরদার করে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি রাজশাহী ক্যাম্পের একটি দল হত্যাকাণ্ডের অন্যতম আসামি কলিমকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিকাদান লক্ষ্য অর্জনে জনসচেতনতা বাড়াতে হবে: বিভাগীয় কমিশনার
টিকাদান লক্ষ্য অর্জনে জনসচেতনতা বাড়াতে হবে: বিভাগীয় কমিশনার
কামারখন্দে রোহিঙ্গাকে নাগরিক সনদ দেওয়ায় চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত
কামারখন্দে রোহিঙ্গাকে নাগরিক সনদ দেওয়ায় চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত
ভূমিদস্যুর দ্রুত বিচার দাবি
ভূমিদস্যুর দ্রুত বিচার দাবি